হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মা নদীতে মিলল নিখোঁজ কিশোরের মরদেহ, কোমরে বাঁধা ছিল বালুর বস্তা

রাজবাড়ী প্রতিনিধি

নিরব শেখ । ছবি: সংগৃহীত

রাজবাড়ীর কালুখালীতে নিখোঁজ হওয়ার তিন দিন পর নিরব শেখ (১৭) নামে এক কিশোরের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। তার কোমরে একটি বালুর বস্তা শিকল দিয়ে বাঁধা ছিল।

রোববার (২৩ মার্চ) সকালে উপজেলার রতনদিয়া ইউনিয়নের মাধবপুর এলাকায় পদ্মা নদী থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিরব ওই ইউনিয়নের হরিণবাড়িয়া গ্রামের দিনমজুর জিয়ারুল শেখের ছেলে।

নিহতের বাবা জিয়ারুল শেখ ও স্বজনদের সঙ্গে কথা বলে জানা গেছে, গত বৃহস্পতিবার রা‌তে বা‌ড়ির পা‌শে মাধবপুর বাজা‌রে যায় নিরব। গ‌ভীর রাত হ‌য়ে গে‌লেও বা‌ড়ি‌তে না ফেরায় খোঁজ কর‌তে থা‌কেন তারা। পরের দিন ‌খোঁজ না পে‌য়ে সামাজিক যোগাযোগমাধ্যম সন্ধান চে‌য়ে স্ট্যাটাস দেওয়া হয়।

এর কিছু সময় পর অপরিচিত নম্বর থে‌কে ‌নির‌বের বাবার কা‌ছে ফোন আসে। ফো‌নে ২০ লাখ টাকা দা‌বি ক‌রা হয়। টাকা না দি‌লে নির‌বকে হত‌্যা কর‌বে বলা হয় ফোনে। টাকা নি‌য়ে পাংশা উপ‌জেলার এক‌টি ব্রিজের কা‌ছে যে‌তে ব‌লে ফোন কে‌টে দেয়। এর পর থে‌কে ওই নম্বর‌টি বন্ধ।

প‌রে গতকাল শ‌নিবার কালুখা‌লী থানায় সাধারণ ডা‌য়ে‌রি ক‌রেন। আজ সকা‌লে স্থানীয় জে‌লেরা মাছ ধর‌তে গি‌য়ে নদী‌তে মর‌দেহ‌ দেখ‌তে পে‌য়ে পু‌লি‌শে খবর দেয়। প‌রে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে।

পু‌লিশের সঙ্গে নদী থেকে মরদেহ উদ্ধারে সহায়তাকারী রুবেল বলেন, ‘নিরবের কোমরে শিকল দিয়ে একটি বালুর বস্তা বাঁধা ছিল।’

কালুখা‌লী থানার ওসি মুহাম্মদ জা‌হেদুর রহমান ব‌লেন, গতকাল শ‌নিবার ছে‌লে‌টির বাবা এক‌টি সাধারণ ডা‌য়ে‌রি ক‌রে‌ছিল। পু‌লিশ এ বিষ‌য়ে কাজও করেছিল। আজ সকা‌লে খবর পে‌য়ে পু‌লিশ মর‌দেহ উদ্ধার ক‌রে ময়নাতদ‌ন্তের জন‌্য ম‌র্গে পা‌ঠি‌য়ে‌ছে। কেন এই হত‌্যাকাণ্ড সে বিষ‌য়ে তদন্ত কর‌ছে পু‌লিশ।

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

পদ্মার এক কাতল বিক্রি ৫৫ হাজার টাকায়

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অন্য পাতা জমা দিয়েছে: রিজভী