হোম > সারা দেশ > রাজবাড়ী

আমের আঁটি গলায় আটকে বৃদ্ধের মৃত্যু

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় আম খেতে গিয়ে গলায় আঁটি আটকে এসন খান (৬০) নামে এক বৃদ্ধ মারা গেছেন। আজ রোববার দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের চর দুর্লভদিয়া গ্রামে এ ঘটনা ঘটে। 

মৃত এসন খান দুর্লভদিয়া গ্রামের মৃত আহম্মেদ আলী খানের ছেলে। তিনি পেশায় কসাই ছিলেন। 

জানা যায়, শারীরিক অসুস্থতার কারণে দীর্ঘ ছয় বছর যাবৎ বাড়িতেই থাকতেন এসন খান। তিনি কোনো কাজ করতে পারতেন না। তাঁর স্ত্রী ময়না বেগম (৫০) মানুষের বাড়িতে কাজ করে সংসার চালাতেন। 

মৃতের স্ত্রী বলেন, ‘আমার স্বামী দীর্ঘদিন যাবৎ অসুস্থ ছিলেন। তিনি সব সময় বাড়িতেই থাকতেন। আজ দুপুরে আমার শাশুড়ি তাঁকে আম খেতে দেয়। আম খাওয়ার সময় আমের আঁটি তাঁর গলার মধ্যে চলে যায়। সঙ্গে সঙ্গে তাঁকে উপজেলা কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক আমার স্বামীকে মৃত ঘোষণা করেন।’ 

মৃতের মা খাদিজা বেগম কান্নাজড়িত কণ্ঠে বলেন, ‘খোকা আমার কাছে প্রতিদিন আম খেতে চাইত। প্রতিদিনের মতো আজও আমার ছেলেকে ছোট্ট দুটি আম খেতে দেই। আম খাওয়ার সময় আমের আঁটি গলায় আটকে যায়। এখন থেকে আমার খোকা আর কোনোদিন আম খেতে চাইবে না।’

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা