হোম > সারা দেশ > রাজবাড়ী

গোসলে নেমে যমজ বোনের মৃত্যু

গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর গোয়ালন্দে পুকুরের পানিতে ডুবে টাপুর ও টুপুর নামে ১২ বছর বয়সী যমজ দুই বোনের মৃত্যু হয়েছে। আজ শনিবার বেলা ২টার দিকে এ ঘটনা ঘটে

শিশু টাপুর ও টুপুর গোয়ালন্দ পৌরসভার ১ নম্বর ওয়ার্ডের হোসেন শেখের মেয়ে। 

টাপুর ও টুপুরের নানি আন্না বেগম বলেন, ‘ওরা যমজ দুই বোন গোয়ালন্দ মুন স্টার কলেজিয়েট স্কুলে তৃতীয় শ্রেণিতে পড়ত। ওদের বাবা-মায়ের ডিভোর্স হওয়ার পর দুজনই নতুন বিয়ে করে অন্যত্র বসবাস করছে। ওরা দুই বোন আমার কাছেই থাকত। আমি উপজেলার রেজিস্ট্রি অফিসসহ বিভিন্ন অফিসে কাজ করার সুবাদে প্রতিদিনই তারা উপজেলা পরিষদের পুকুরের আশপাশে খেলাধুলা করত।’ 

আন্না বেগম আরও বলেন, ‘আজ স্কুলের পরীক্ষা শেষ করে প্রতিদিনের মতো খেলাধুলার একপর্যায়ে পুকুরে গোসলের আবদার করে। আমি গোসল করতে নিষেধ করে কাজে ব্যস্ত হয়ে পড়ি। কিন্তু একপর্যায়ে তারা দুই বোন গোসলে নেমে পড়ে। অনেকক্ষণ তাদের সাড়া শব্দ না পেয়ে ইউএনও অফিসে কর্মরত এক আনসার সদস্যকে একটু খোঁজ নিতে বলি। আনসার সদস্য পুকুরের কাছে গিয়ে দেখে দুজনের মরদেহ ভেসে উঠেছে। এরপর তাদের উদ্ধার করে গোয়ালন্দ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হাসপাতালে নেওয়া হলে কর্তব্যরত ডাক্তার তাদের মৃত ঘোষণা করে।’

গোয়ালন্দ ঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) স্বপন কুমার মজুমদার এর সত্যতা নিশ্চিত করে বলেন, যমজ শিশু দুটির পুকুরে ডুবে যাওয়ার খবর শোনামাত্রই আমরা ঘটনাস্থল পরিদর্শন করি। শিশু দুটির মৃত্যুতে থানায় একটি ইউডি মামলা করা হয়েছে। 

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন