হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় বালুবাহী বাল্কহেডে দুর্বৃত্তদের হামলা, ৩ শ্রমিক গুলিবিদ্ধ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মা নদীতে বালুবাহী একটি বাল্কহেডে দুর্বৃত্তদের হামলায় তিন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার দুপুরে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালীতলা এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বাগেরহাটের শরণখোলা থানার আব্দুর রশিদের ছেলে আব্দুর রব (৪৮), রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বিনোদ আলী শেখের ছেলে মো. আব্দুল্লাহ (৫০), বরিশালের পাতারহাটের আব্দুল বারেকের ছেলে সজীব (৩১)। তাঁরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ মো. আব্দুল্লাহ বলেন, ‘আমরা কয়েকজন সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকা থেকে বাল্কহেডে বালু ভর্তি করে রওনা হই। ধাওয়াপাড়া থেকে কিছু দূর এগোলে একটি স্পিডবোটে আসা তিন-চারজন দুর্বৃত্ত অতর্কিত গুলি বর্ষণ করে পালিয়ে যায়। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আমিসহ তিনজন গুলিবিদ্ধ হই।’ 

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নিনজিয়া রহমান বলেন, ‘গুলিবিদ্ধ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা সবাই এখন শঙ্কা মুক্ত।’

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখত অভিযোগ দেয়নি।’

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন