হোম > সারা দেশ > রাজবাড়ী

পদ্মায় বালুবাহী বাল্কহেডে দুর্বৃত্তদের হামলা, ৩ শ্রমিক গুলিবিদ্ধ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পদ্মা নদীতে বালুবাহী একটি বাল্কহেডে দুর্বৃত্তদের হামলায় তিন শ্রমিক গুলিবিদ্ধ হয়েছেন। আজ শনিবার দুপুরে সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের কালীতলা এলাকার পদ্মা নদীতে এ ঘটনা ঘটে।

আহতরা হলেন বাগেরহাটের শরণখোলা থানার আব্দুর রশিদের ছেলে আব্দুর রব (৪৮), রাজবাড়ী সদর উপজেলার বাণীবহ ইউনিয়নের আটদাপুনিয়া গ্রামের বিনোদ আলী শেখের ছেলে মো. আব্দুল্লাহ (৫০), বরিশালের পাতারহাটের আব্দুল বারেকের ছেলে সজীব (৩১)। তাঁরা রাজবাড়ী সদর হাসপাতালে চিকিৎসাধীন। 

হাসপাতালে ভর্তি গুলিবিদ্ধ মো. আব্দুল্লাহ বলেন, ‘আমরা কয়েকজন সদর উপজেলার ধাওয়াপাড়া এলাকা থেকে বাল্কহেডে বালু ভর্তি করে রওনা হই। ধাওয়াপাড়া থেকে কিছু দূর এগোলে একটি স্পিডবোটে আসা তিন-চারজন দুর্বৃত্ত অতর্কিত গুলি বর্ষণ করে পালিয়ে যায়। দুর্বৃত্তদের ছোড়া গুলিতে আমিসহ তিনজন গুলিবিদ্ধ হই।’ 

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগে দায়িত্বরত চিকিৎসক নিনজিয়া রহমান বলেন, ‘গুলিবিদ্ধ ব্যক্তিদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। আহতরা সবাই এখন শঙ্কা মুক্ত।’

রাজবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শাহাদত হোসেন বলেন, ‘ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনার সঙ্গে জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা অব্যাহত রয়েছে। তবে এখন পর্যন্ত এ বিষয়ে কেউ লিখত অভিযোগ দেয়নি।’

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ