রাজবাড়ীর দৌলতদিয়ার পদ্মা নদীতে পড়ে জমির হোসেন (৪৫) নামে এক শ্রমিক মারা গেছেন। আজ শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। নিহত জমির হোসেন গোয়ালন্দের কিয়ামউদ্দিন মোল্লা পাড়ার হাসান শেখের ছেলে।
গোয়ালন্দ নৌ-পুলিশের অফিসার ইনচার্জ সৈয়দ জাকির হোসেন বিবিএম বলেন, আজ ভোর থেকে গোয়ালন্দের দৌলতদিয়ার সিদ্দিক কাজী পাড়ায় ৩ নম্বর ফেরিঘাটে ঢালার চরের জনৈক চুন্ন মাঝির কাওসার পরিবহন থেকে কিছু শ্রমিক ভুসিমাল (কুড়া) মাথায় করে নামানোর কাজ করছিল। এ সময় জমির হোসেন ট্রলারে বস্তা নামানোর জন্য সিঁড়ি দিয়ে উঠতে গিয়ে পা পিছলে পদ্মানদীতে পড়ে যায় এবং নিখোঁজ হন।
অফিসার ইনচার্জ আরও বলেন, নিখোঁজের খবর পেয়ে গোয়ালন্দ ফায়ার সার্ভিসের ডুবুরি দল জমির হোসেনের মরদেহ উদ্ধার করে।