হোম > সারা দেশ > রাজবাড়ী

শ্রমিক লীগ নেতা হত্যা মামলার আসামি শিক্ষককে সাময়িক বরখাস্ত

বালিয়াকান্দি, রাজবাড়ী

রাজবাড়ীর বালিয়াকান্দির নারুয়া ইউনিয়ন শ্রমিক লীগের সহসভাপতি মো. আজিজ মহাজনকে (৪০) কুপিয়ে হত্যা মামলার আসামি সহকারী শিক্ষক সাজিদ হাসান রাফিকে সাময়িক বরখাস্ত করেছে জেলা প্রাথমিক শিক্ষা অফিস। তিনি উপজেলার গাড়াকোলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কর্মরত ছিলেন। 

রাজবাড়ী জেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা অহীন্দ্র কুমার মণ্ডল গত বুধবার সাময়িক বরখাস্তের অফিস আদেশে সই করেন। বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেছেন বালিয়াকান্দি উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আশরাফুল হক। 

আশরাফুল হক জানান, সাজিদ হাসান রাফি শ্রমিক লীগ নেতা হত্যা মামলার সাত নম্বর আসামি। তাঁর বিরুদ্ধে গত ১৬ অক্টোবর থানায় হত্যা মামলা দায়ের হওয়ার পর ওই রাতেই তিনি র‍্যাবের হাতে গ্রেপ্তার হন। গত ১৭ অক্টোবর থেকে চাকরি থেকে তাঁকে সাময়িক বরখাস্ত করা হয়েছে। বিধি মোতাবেক তিনি ভাতা পাবেন। 

স্থানীয় গড়াই নদীর জেগে ওঠা চরকে কেন্দ্র করে গত ১৫ অক্টোবর রাতে শ্রমিক লীগের সহসভাপতি আজিজ মহাজনকে চাইনিজ কুড়াল দিয়ে কুপিয়ে হত্যা করে দুর্বৃত্তরা। এই ঘটনায় গত ১৬ অক্টোবর আজিজের বড় ভাই মো. আব্দুর রহমান বাদী হয়ে ২৪ জনের নাম উল্লেখ করে বালিয়াকান্দি থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। ওই রাতেই র‍্যাব-১০ বিশেষ অভিযান চালিয়ে সাজিদ হাসান রাফি ও তাঁর বাবা ও ভাইকে গ্রেপ্তার করে। বর্তমান সাজিদ হাসান রাফি কারাগারে আছেন।

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়