হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় কপিবোঝাই ট্রাক-মোটরসাইকেল মুখোমুখি সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। আজ শনিবার বিকেল সাড়ে ৫টার দিকে উপজেলার হেনা মোড় এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। 

নিহত ব্যক্তিরা হলেন উপজেলার বাবুপাড়া ইউপির কুড়িপাড়া গ্রামের রাজ্জাক ফকিরের ছেলে রিমন (২২) এবং একই এলাকার আবুল কালাম আজাদের ছেলে গালিব (২০)। 

স্থানীয়রা বলছেন, রিমন ও গালিব বিকেলে নিজ এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে মাছপাড়ার দিকে যাচ্ছিলেন। মহাসড়কের হেনা মোড় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা রাজবাড়ীগামী একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে তাঁরা দুজনই গুরুতর আহত হন। পরে স্থানীয়রা আহত দুজনকে উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক তাঁদের মৃত ঘোষণা করেন। 

এ বিষয়ে পাংশা হাইওয়ে থানার উপপরিদর্শক (এসআই) এ কে এম হাসানুজ্জামান আজকের পত্রিকাকে বলেন, ‘এ ঘটনায় ট্রাকটি আটক করা গেলেও চালক পলাতক রয়েছে। তাকে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।’ 

তিনি আরও বলেন, ‘পুলিশের প্রাথমিক ধারণা, ট্রাকচালকের বেপরোয়া গতির কারণেই এই দুর্ঘটনা ঘটেছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।’

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ