হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে বজ্রপাতে নিহত ২

রাজবাড়ী প্রতিনিধি

প্রতীকী ছবি

রাজবাড়ীর পাংশায় পাট ধোয়ার সময় বজ্রপাতে এক নারী ও এক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় আরও চারজন আহত হন।

শনিবার বিকেলে উপজেলার হাবাসপুর ইউনিয়নের কাচারীপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। পাংশা উপজেলা নির্বাহী কর্মকর্তা এস এম আবু দারদা বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত ব্যক্তিরা হলেন কাচারিপাড়া গ্রামের নিজামউদ্দিনের স্ত্রী আনোয়ারা বেগম (৪০) এবং একই গ্রামের মৃত আরিফ মোল্লার ছেলে তামিম মোল্লা (১৫)।

আহত ব্যক্তিরা হলেন কাচারিপাড়া গ্রামের সৌরভ, আজিম, হোসাইন এবং বাবুপাড়া ইউনিয়নের চাঁদপুর গ্রামের জবেদা বেগম।

স্থানীয়রা জানান, বিকেলে কিশোর তামিম ও আনোয়ারা বেগম বিলের মাঠে পাট ধোয়ার কাজ করছিলেন। হঠাৎ বৃষ্টির সঙ্গে বজ্রপাত শুরু হয়। সে সময় বজ্রপাতে তামিম ও আনোয়ারা বেগমসহ আরও তিনজন গুরুতর আহত হন। তাৎক্ষণিকভাবে স্থানীরা তাঁদের উদ্ধার করে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে চিকিৎসক আনোয়ারা ও তামিমকে মৃত ঘোষণা করেন।

পাংশা উপজেলা নিবাহী কর্মকর্তা এস এম আবু দারদা বলেন, নিহতদের পরিবারকে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে সহায়তা করা হবে।

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ