হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে শিশু অপহরণ ও হত্যা মামলায় ৩ জনের মৃত্যুদণ্ডাদেশ

রাজবাড়ী প্রতিনিধি

রাজবাড়ীতে রিফাত নামের এক শিশুকে অপহরণ ও হত্যা মামলায় মামলায় তিনজনের মৃত্যুদণ্ডাদেশ দিয়েছেন আদালত। এ ছাড়া প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। আজ বুধবার বেলা সাড়ে ১১টার দিকে আসামিদের উপস্থিততে রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মো. সাব্বির ফয়েজ এই রায় ঘোষণা করেন। 

মৃত্যুদণ্ডাদেশের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন রাজবাড়ী নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) সাইফুল হক। তিনি বলেন, ‘হত্যা মামলার রায়ে দুজনের ফাঁসির রায় হওয়ার পর তাঁরা উচ্চ আদালতে আপিল করেন। মামলাটি বিচারাধীন। অপহরণ ও মুক্তিপণ মামলায় তিনজনের ফাঁসির রায় দিয়েছেন আদালত। এ রায়ে আমরা সন্তুষ্ট।’ 

দণ্ডপ্রাপ্ত আসামি হলেন রাজবাড়ী শহরের সজ্জনকান্দা এলাকার রক্তিম ও রাসেল এবং মিজানপুর ইউনিয়নের চরনারায়নপুর এলাকার রনি। 

নিহত শিশু রিফাত রাজবাড়ী সদর উপজেলার চরনারায়ণপুর গ্রামের মোক্তার আলীর ছেলে। রাজবাড়ী কিন্ডারগার্টেনের পঞ্চম শ্রেণির ছাত্র ছিল সে। 

আদালত থেকে জানা গেছে, ২০১৩ সালের ৬ নভেম্বর দণ্ডপ্রাপ্তরা রিফাতকে সাইকেলের প্রলোভন দেখিয়ে অপহরণ করেন। পরে রিফাতের পরিবারের কাছে ১৫ লাখ টাকা মুক্তিপণ দাবি করেন মুক্তিপণ না পেয়ে রিফাতকে হত্যা করেন তাঁরা। 

হত্যাকাণ্ডের ৯ দিন পর রাজবাড়ী সদর থানার পুলিশ সজ্জনকান্দা টিঅ্যান্ডটি পাড়ার একটি বাড়ির সেপটিক ট্যাংক থেকে রিফাতের লাশ উদ্ধার করে। হত্যা ও অপহরণের ঘটনায় নিহত শিশুর বাবা মোক্তার আলী বাদী হয়ে রাজবাড়ী সদর থানায় হত্যা এবং নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল আদালতে পৃথক দুটি মামলা করেন বলে আদালত থেকে জানা গেছে। 

 ২০১৬ সালের ১৮ মে রাজবাড়ী জেলা ও দায়রা জজ আদালতে রঞ্জন ও রাসেলকে মৃত্যুদণ্ড এবং রনিকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়। আজ বুধবার অপহরণ ও মুক্তিপণ মামলায় অভিযুক্ত তিনজনকেই মৃত্যুদণ্ডাদেশের পাশাপাশি প্রত্যেককে ২০ হাজার টাকা করে জরিমানার রায় দেওয়া হয়।

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন