হোম > সারা দেশ > রাজবাড়ী

স্বাভাবিক হচ্ছে না দৌলতদিয়া ফেরিঘাটের যানজট

রাজবাড়ী প্রতিনিধি

দৌলতদিয়ায় ১৭টি ফেরি দিয়েও যানজট পরিস্থিতি স্বাভাবিক করতে পারছে না ঘাট কর্তৃপক্ষ। ফেরি সংকটের কারণে গত কয়েক সপ্তাহ ধরেই দীর্ঘ যানজট লেগেই আছে। ফলে ভোগান্তির শিকার হয়ে পদ্মা পাড়ি দিচ্ছেন চালক ও যাত্রীরা।

সরেজমিনে ঘাটে গিয়ে দেখা যায়, ঘাট এলাকায় পারের অপেক্ষায় কয়েক কিলোমিটার এলাকা জুড়ে রয়েছে যাত্রীবাহী পরিবহন ও পণ‍্যবাহী ট্রাক। প্রতিটা যানবাহনকে ফেরিতে উঠতে দীর্ঘ সময় অপেক্ষায় থাকতে হচ্ছে। ফলে ভোগান্তিতে রয়েছেন চালক ও যাত্রীরা। যাত্রীবাহী পরিবহন কয়েক ঘণ্টা অপেক্ষার পর ফেরিতে উঠতে পারলেও পণ‍্যবাহী ট্রাকগুলোকে অপেক্ষায় থাকছে দিনের পর দিন। 

এ বিষয়ে ঈগল পরিবহনের চালক ইসলাম শেখ বলেন, আজ শুক্রবার বিকেল ৪টায় ঘাটে এসেছি। এখন সন্ধ্যা ছয়টা বাজে। এতক্ষণ পরেও ফেরিতে উঠতে আরও ঘণ্টা দু-এক সময় লাগবে।

ট্রাক চালক খোরশেদ আলম জানান, ফেরি পারের জন্য দুই দিন ধরে অপেক্ষায় রয়েছি। ট্রাকের নিচে গামছা পেতে রাতে ঘুমিয়ে থাকি। খাবার দাবারের সমস্যা হচ্ছে। কবে ফেরিতে উঠতে পারব জানি না। 

আরেক ট্রাক চালক হাবিবুর রহমান বলেন, খুবই কষ্টে রয়েছি। এখানে দুই দিন আটকে আছি। ঘাটের আশপাশে খাবার হোটেল, ঘুমানোর জায়গা, শৌচাগার কিছুই নাই। এ দুর্ভোগ কবে শেষ হবে তাও জানি না। 

এ ব্যাপারে বিআইডব্লিউটিসির দৌলতদিয়া ঘাট শাখার ব‍্যবস্থাপক জামাল হোসেন বলেন, এই রুটে ২০টি ফেরি রয়েছে। এর মধ্যে ছোট বড় মিলে ১৭টি ফেরি দিয়ে যানবাহন পারাপার করা হচ্ছে। ফেরি সংকটের কারণে এই যানজট সৃষ্টি হয়। তবে পরিস্থিতি স্বাভাবিক করতে চেষ্টা করে যাচ্ছি। 

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

মাহিন্দ্রচাপায় প্রাণ গেল কৃষকের

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ

জমির আইল কাটা নিয়ে দুই ভাইয়ের মারামারি, প্রাণ গেল কৃষকের