হোম > সারা দেশ > রাজবাড়ী

রাজবাড়ীতে ৬টিতে নৌকা, ৮টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়ী 

রাজবাড়ী প্রতিনিধি

চতুর্থ ধাপের ইউপি নির্বাচনে রাজবাড়ীর সদর উপজেলার ৬টি ইউনিয়নে আওয়ামী লীগ সমর্থিত নৌকার প্রার্থী এবং ৮টিতে স্বতন্ত্র চেয়ারম্যান প্রার্থী জয়লাভ করেছেন। গতকাল রোববার সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়। পরে রাত দুইটার দিকে সদর উপজেলা পরিষদ থেকে এ ফলাফল ঘোষণা করা হয়েছে। 

বিজয়ীরা হলেন মিজানপুর ইউনিয়নে টুকু মিজি (নৌকা), বরাট ইউনিয়নে কাজী শামসুদ্দিন (আনারস), পাঁচুরিয়া ইউনিয়নে মো. মুজিবর রহমান রতন (আনারস), শহীদওহাবপুর ইউনিয়নে নূর মোহাম্মদ ভূঁইয়া (নৌকা), সুলতানপুর ইউনিয়নে আশিকুর রহমান (ঘোড়া), রামকান্তপুর ইউনিয়নে রাজিব মোল্লা বাবু (স্বতন্ত্র), মূলঘর ইউনিয়নে শেখ মো. ওয়াহিদুজ্জামান (নৌকা), খানগঞ্জ ইউনিয়নে শরিফুর রহমান সোহান (নৌকা), খানখানাপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী এ. কে. এম ইকবাল হোসেন (চশমা), চন্দনী ইউনিয়নে আব্দুর রব (নৌকা), বানিয়াবহ ইউনিয়নে (বিনা প্রতিদ্বন্দ্বিতায়) শেফালী বেগম (নৌকা), দাদশী ইউনিয়নে দেলোয়ার শেখ দেলো (আনারস), বসন্তপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী জাকির হোসেন সরদার (মোটরসাইকেল) ও আলীপুর ইউনিয়নে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী আবু বক্কর সিদ্দিক (আনারস)। 

জানা গেছে, উপজেলার ১৪ ইউনিয়নে চেয়ারম্যান পদে প্রার্থী ছিলেন ৫৪ জন। সাধারণ মেম্বার প্রার্থী ৪৩৩ জন এবং সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ১৫৭ জন। উপজেলায় মোট ভোটার রয়েছে ২ লাখ ৩৬ হাজার ৭৬৪ জন। তাঁদের মধ্যে রয়েছেন পুরুষ ভোটার ১ লাখ ২০ হাজার ২৩৬ জন এবং নারী ভোটার ১ লাখ ১৬ হাজার ৫২৮ জন।

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

পদ্মার এক কাতল বিক্রি ৫৫ হাজার টাকায়