হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশা বাজারে ভারী যান প্রবেশ নিষেধ

পাংশা (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর পাংশায় যানজট নিরসনে বাজারে ভারী যান প্রবেশে নিষেধাজ্ঞা দিয়েছেন পৌর মেয়র মো. ওয়াজেদ আলী মণ্ডল। এ নিয়ে শুরু হয়েছে প্রচার মাইকিং। প্রচার মাইকে বলা হয়েছে, সকাল ৮টা থেকে রাত ১০টা পর্যন্ত ভারী যানবাহন বাজারে প্রবেশ করতে পারবে না। ব্যবসায়ীদের উদ্দেশে বলা হয়েছে, এই সময়ের মধ্যে ভারী যানে লোড-আনলোড করা যাবে না। এই আদেশ অমান্যকারীকে আইনের আওতায় আনা হবে বলেও প্রচার মাইকে জানানো হয়েছে। 

এ বিষয়ে পৌর মেয়র ওয়াজেদ আলী মণ্ডল বলেন, সনাতন ধর্মাবলম্বীদের সব থেকে বড় উৎসব শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ব্যবসায়ীদের এই নির্দেশনা দেওয়া হয়েছে। এটি কঠোরভাবে বাস্তবায়নের জন্য পাংশা মডেল থানার ওসিকে অনুরোধ করা হয়েছে। তা ছাড়া পাংশা বাজারের যানজটের অবস্থা বিবেচনা করে এই নির্দেশনা অব্যাহত থাকবে বলে জানান তিনি। 

পাংশা মডেল থানার পরিদর্শক মোহাম্মদ মাসুদুর রহমান বলেন, দুর্গাপূজা উপলক্ষে পৌর কর্তৃপক্ষ ও পূজা উদযাপন পরিষদ অনুরোধ করেছে। নির্ধারিত সময়ের মধ্যে কোনো ভারী যানবাহন প্রবেশ ও লোড-আনলোড বন্ধ থাকবে। পাংশা থানার পুলিশ এ বিষয়ে তৎপর রয়েছে। 

পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যার কথা স্বীকার চালকের, যুবদল নেতাসহ কারাগারে

বিয়ের পাত্রী দেখতে যাওয়ার দিনই মেরে ফেলা হলো পাম্পকর্মী রিপনকে

তেলের দাম না দিয়ে পাম্পকর্মীকে গাড়িচাপায় হত্যা করে পালান সাবেক যুবদল নেতা, পরে আটক

রাজবাড়ীতে পদ্মায় ভেসে উঠছে কুমির, আতঙ্কে নদীতীরের মানুষ

ঘন কুয়াশায় ১২ ঘণ্টা বন্ধের পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল বন্ধ

সাড়ে ৭ ঘণ্টা পর দৌলতদিয়া-পাটুরিয়া নৌপথে ফেরি চলাচল শুরু

রাজবাড়ীর ২টি আসন: কোন্দলেও আশাবাদী বিএনপি

রাজবাড়ীতে দুই পক্ষের সংঘর্ষে শিশু গুলিবিদ্ধ

ঘন কুয়াশায় দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে ফেরি চলাচল বন্ধ