হোম > সারা দেশ > রাজবাড়ী

বালিয়াকান্দিতে পাটখেত থেকে মরদেহ উদ্ধার

বালিয়াকান্দি (রাজবাড়ী) প্রতিনিধি

রাজবাড়ীর বালিয়াকান্দিতে পাটখেত থেকে বাদল (১৫) নামের একজনের মরদেহ উদ্ধার করেছে থানার পুলিশ। আজ রোববার সকালে স্থানীয় একজন ঘাস কাটতে গিয়ে পাটখেতে মৃতদেহটি দেখতে পান। 

জানা যায়, সে উপজেলার নবাবপুর ইউনিয়নের বড় হিজলী গ্রামের হুমায়ন মোল্লার ছেলে। 

স্থানীয় সূত্রে জানা যায়, আজ রোববার সকালে স্থানীয় একজন পাটখেতে ঘাস কাটতে গিয়ে মৃতদেহটি দেখতে পান। এ ঘটনার কথা স্থানীয়দের জানালে তারা বালিয়াকান্দি থানার পুলিশকে খবর দেন। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য রাজবাড়ী মর্গে পাঠায়। 

নিহতের পরিবারের সূত্রে জানা যায়, গতকাল শনিবার সন্ধ্যায় বাদল বাড়ি থেকে বাইরে বের হয়। রাতে বাড়িতে ফেরেনি। পরে সকালে বাড়ির পাশে পাটখেতে তার মরদেহ পড়ে থাকতে দেখা যায়। 

খবর পেয়ে ঘটনাস্থল পরিদর্শন করেন রাজবাড়ী অতিরিক্ত পুলিশ সুপার মো. সালাউদ্দিন (প্রশাসন ও অপরাধ), সিনিয়র সহকারী পুলিশ সুপার (পাংশা সার্কেল) সুমন কুমার সাহা ও বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান।

এ বিষয়ে বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ আসাদুজ্জামান জানান, প্রাথমিকভাবে বিষয়টি হত্যাকাণ্ড বলে মনে হচ্ছে। মরদেহ মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে তদন্তপূর্বক ব্যবস্থা গ্রহণ করা হবে।

রাজবাড়ীতে অন্তঃসত্ত্বা গৃহবধূকে গলা কেটে হত্যা

রাজবাড়ীতে ভ্যানে ট্রাকের ধাক্কা, যুবক নিহত

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন