হোম > সারা দেশ > রাজবাড়ী

চালককে খুন করে ইজিবাইক ছিনতাই, গ্রেপ্তার ৫

রাজবাড়ী সদর ও গোয়ালন্দ প্রতিনিধি

গত ২৬ জানুয়ারি রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার ইসমাইল শেখ (৪৫) ও কালুখালী উপজেলার সুজন পাঠান (২৪) নামে দুই অটোরিকশা চালক খুন হন। তাঁদের খুন করে ইজিবাইক দুটি নিয়ে যায় খুনিরা। এ ঘটনায় নিহতদের পরিবারের পক্ষ থেকে পৃথক দুটি হত্যা মামলা করা হয়।

মামলার পর তদন্তে নামে পুলিশ। অটোরিকশা চোর চক্রের পাঁচজনকে গ্রেপ্তার ও চুরি যাওয়া দুটি ইজিবাইক উদ্ধার করা হয়েছে। 

গ্রেপ্তাররা হলেন-মো. আশিক ওরফে আকাশ মাতবর (১৯), মো. রবিন হোসেন (২২), মো. নিজাম উদ্দিন ওরফে সালমান (৩০), মো. আকরাম হোসেন (২৬) ও মো. সাদ্দাম হোসেন (২৬)। 

আজ বুধবার সকাল ১১টায় জেলা সুপারের সম্মেলন কক্ষে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এ তথ্যগুলো জানান রাজবাড়ীর পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামান। 
      
প্রেস ব্রিফিংয়ে বলা হয়, পুলিশ গত কয়েক দিন বিভিন্ন তথ্য উপাত্ত ও তথ্য প্রযুক্তির সহায়তায় গোয়ালন্দের দৌলতদিয়া, ঢাকা জেলা, ঢাকা সিটি করপোরেশন ও পাবনা জেলার বিভিন্ন এলাকায় ধারাবাহিক অভিযান পরিচালনার মাধ্যমে তাঁদের গ্রেপ্তার করে। গ্রেপ্তাররা চালকদের অজ্ঞান করে ইজিবাইক চুরির কথা স্বীকার করেছে। 
      

রাজবাড়ী পুলিশ সুপার এমএম শাকিলুজ্জামানের সার্বিক দিক নির্দেশনায় এবং জেলার পাংশা সার্কেলের এএসপি সুমন কুমার সাহা ও কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসানের নেতৃত্বে এসআই মো. হাসানুজ্জামানসহ পুলিশের চৌকস অভিযানকারী দল এ ঘটনার রহস্য উদ্ঘাটন ও আসামিদের গ্রেপ্তার অভিযানে অংশ নেন। 

গ্রেপ্তারদের স্বীকারোক্তির ভিত্তিতে পুলিশ সুপার বলেন, ‘অটোরিকশা চোর চক্রের সদস্যরা দীর্ঘদিন ধরে চেতনানাশক দ্রব্য কৌশলে চায়ের সঙ্গে সেবন করিয়ে নিরীহ ইজিবাইক চালকদের অজ্ঞান করে ইজিবাইক চুরি করে আসছে। খুনি চক্রের একজন ভ্রাম্যমাণ চা বিক্রেতা সেজে চায়ের সঙ্গে মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ মিশিয়ে চালককে অজ্ঞান করে। পরে চক্রের অন্য সদস্যরা ইজিবাইকটি নিয়ে সরে পড়ে এবং অন্যত্র বিক্রি করে দেয়। মাত্রাতিরিক্ত ঘুমের ওষুধ সেবনের ফলে কেউ কেউ মারা যায়। চক্রটি একই কৌশলে দেশের বিভিন্ন স্থানে এ ধরনের আরও বহু অপরাধকর্ম সংঘটন করেছে।’ 

পুলিশ সুপার আরও বলেন, মামলা দুটির তদন্ত অব্যাহত রয়েছে। তদন্ত শেষে সকল অপরাধীকে আইনের আওতায় এনে বিচারের মুখোমুখি করা হবে। 
      
প্রেস ব্রিফিংয়ে অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ ও প্রশাসন) মো. সালাহউদ্দিন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মঈন উদ্দিন, পাংশা সার্কেলের সহকারী পুলিশ সুপার সুমন কুমার সাহা, ডিআই-১ সাইদুর রহমান, কালুখালী থানার ওসি মো. নাজমুল হাসানসহ প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকরা উপস্থিত ছিলেন। 

সুদানে হামলা: নিহত শান্তিরক্ষী শামীমের বাড়িতে কান্নার রোল

পদ্মায় ড্রেজিং চলায় দৌলতদিয়া ৭ নম্বর ফেরিঘাট বন্ধ

পদ্মায় ধরা পড়া কাতল মাছের দাম ১ লাখ ৮ হাজার টাকা

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়