হোম > সারা দেশ > রাজবাড়ী

পাংশায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে গাছে ধাক্কা, কিশোর নিহত

রাজবাড়ী ও পাংশা প্রতিনিধি

নিহত কিশোর রাসেল মন্ডল। ছবি: সংগৃহীত

রাজবাড়ীর পাংশায় বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়ে মোটরসাইকেল দুর্ঘটনায় রাসেল মণ্ডল (১৭) নামের এক কিশোর নিহত হয়েছে। এ সময় আহত হয় মোটরসাইকেলে থাকা আরও দুই কিশোর।

গতকাল বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপজেলার যশাই ইউনিয়নের উদয়পুর বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রাসেল মণ্ডল উপজেলার মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের বক্কার মণ্ডলের ছেলে। লেখাপড়া বাদ দিয়ে রাসেল বাবার সঙ্গে কৃষি কাজ করত।

আহতরা হলো মৌরাট ইউনিয়নের খান্দুয়া গ্রামের সোবাহান মণ্ডলের ছেলে ইমরান মণ্ডল (১৭) ও চর হরিণাডাঙ্গা গ্রামের রবিউল ইসলামের ছেলে রনি (১৭)। আহত ইমরান ও রনি পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

নিহত রাসেলের চাচা মো. রুবেল হোসেন জানান, রাসেল নতুন মোটরসাইকেল চালানো শিখেছে। বৃহস্পতিবার রাতে সে তার দুই বন্ধু ইমরান ও রনিকে সঙ্গে নিয়ে হাবাসপুরের দিকে ঘুরতে যাচ্ছিল। পথে উদয়পুর এলাকায় পৌঁছালে রাসেল মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে গাছের সঙ্গে ধাক্কা খায়। এতে তার মাথায় গুরুতর আঘাত লাগে। মোটরসাইকেলের পেছনে বসা ইমরান ও রনিও ছিটকে পড়ে আহত হয়।

স্থানীয়রা তাদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। রাসেলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় সেখানকার কর্তব্যরত চিকিৎসক তাঁকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠায়। ফরিদপুরে নেওয়ার পথে মারা যায় রাসেল। ইমরান ও রনি বর্তমানে পাংশা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন।

পাংশা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সালাউদ্দিন জানান, মোটরসাইকেলের নিয়ন্ত্রণ হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে এক কিশোর নিহত ও তার দুই বন্ধু আহত হয়েছে। তবে এ ঘটনায় এখন পর্যন্ত কেউ থানায় অভিযোগ দায়ের করেনি। অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনি ব্যবস্থা নেওয়া হবে।

বিদ্যালয়ে শিক্ষকদের কর্মবিরতি: অভিভাবক ও শিক্ষকদের মধ্যে তুমুল বাগ্‌বিতণ্ডা

পদ্মার চরে কৃষককে রাসেলস ভাইপারের ছোবল, জীবিত সাপ নিয়ে হাসপাতালে

প্যারোলে মুক্তি পেয়ে বাবার জানাজায় অংশ নিলেন যুবদল নেতা

পদ্মা ব্যারাজের দাবিতে লংমার্চ হাবাসপুর করা হবে: মনির হায়দার

হত্যা মামলায় চার আসামির যাবজ্জীবন

রাজবাড়ীর নুরাল পাগলার দরবারে হামলা, লুটপাটের আড়াই মাস পর মামলা

পদ্মায় ধরা পড়ল ২৪ কেজি ওজনের কাতল, বিক্রি হলো ৬৬ হাজার টাকায়

পদ্মার এক কাতল বিক্রি ৫৫ হাজার টাকায়

রাজবাড়ীতে হত্যা মামলায় ১০ জনের যাবজ্জীবন

জুলাই সনদে বিএনপির স্বাক্ষরিত পাতা নেই, অন্য পাতা জমা দিয়েছে: রিজভী