হোম > সারা দেশ > পিরোজপুর

স্বরূপকাঠিতে বিএনপি সভাপতিকে ‘আ.লীগের দোসর’ বললেন পরাজিত প্রার্থী

নেছারাবাদ (পিরোজপুর) প্রতিনিধি 

নিজের বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সামনে শুক্রবার রাতে বক্তব্য দেন পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন তালুকদার। ছবি: আজকের পত্রিকা

পিরোজপুরের নেছারাবাদ উপজেলার স্বরূপকাঠি পৌর বিএনপির ৭ নম্বর ওয়ার্ড কাউন্সিলের নবনির্বাচিত সভাপতিকে ‘আওয়ামী লীগের দোসর’ আখ্যা দিয়ে নির্বাচনের ফলাফল বাতিলের দাবি জানিয়েছেন পরাজিত প্রার্থী দেলোয়ার হোসেন তালুকদার। শুক্রবার রাতে নিজের বাড়িতে স্থানীয় সাংবাদিকদের সামনে তিনি এ দাবি জানান। প্রয়োজনে মামলা করার হুঁশিয়ারিও দিয়েছেন তিনি।

দেলোয়ার হোসেন অভিযোগ করে বলেন, নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান বাদল ও তাঁর ভাই মোস্তাফিজুর রহমান আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে জড়িত। এমনকি তাঁরা পিরোজপুর-২ আসনের সাবেক সংসদ সদস্য মহিউদ্দীন মহারাজের নির্বাচনী কার্যক্রম ও অন্যান্য দলীয় কর্মসূচিতেও অংশ নিয়েছেন।

দেলোয়ার আরও বলেন, ‘স্বরূপকাঠি পৌরসভার ৭ নম্বর ওয়ার্ড বিএনপির একটি ঘাঁটি হিসেবে পরিচিত। আমি দীর্ঘদিন এই ওয়ার্ডে নেতৃত্ব দিয়ে এসেছি। এ জন্য বহু মামলা-হামলার শিকার হয়েছি। বিশেষ করে ২০১৫ সালের ৭ জানুয়ারি সবচেয়ে বেশি নির্যাতনের শিকার হই। অথচ আজ কিছু কথিত বিএনপি নেতা আওয়ামী লীগের দোসরদের পুনর্বাসনে নোংরা রাজনীতিতে নেমেছে।’

এ কারণে তিনি অবিলম্বে ওয়ার্ড কাউন্সিলের ফলাফল বাতিলের দাবি জানান।

এ বিষয়ে নবনির্বাচিত সভাপতি আনিসুর রহমান বাদল বলেন, ‘আমি নিজেই ফ্যাসিস্ট আওয়ামী লীগের হামলা-মামলার শিকার। কখনো আওয়ামী লীগের সঙ্গে কোনো সম্পর্ক ছিল না। বরং আমি সব সময় বিএনপির রাজনীতির সঙ্গেই যুক্ত ছিলাম।’

স্বরূপকাঠি পৌর বিএনপির সিনিয়র যুগ্ম আহ্বায়ক কাজী আনিসুজ্জামান বলেন, ‘৭ নম্বর ওয়ার্ড কাউন্সিল নির্বাচন স্বচ্ছ ও গণতান্ত্রিক প্রক্রিয়ায় হয়েছে। যদি কারও বিরুদ্ধে উপযুক্ত অভিযোগ থাকে, দলীয়ভাবে তা খতিয়ে দেখা হবে। তবে দলের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালালে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।’

আরও খবর পড়ুন:

বার্ষিক পরীক্ষা না নিয়ে আন্দোলনে শিক্ষকেরা: নেছারাবাদে শিক্ষক-অভিভাবকদের ধাক্কাধাক্কি

নেছারাবাদে স্কুলঘেঁষা বালুর পাহাড়! শিক্ষার্থীদের নিত্যসঙ্গী ধুলা-দুর্ভোগ

বাউল আবুল সরকারের বিচার দাবিতে পিরোজপুরে আইনজীবীদের বিক্ষোভ

ছারছীনা দরবার শরিফের ১৩৫তম ঈছালে ছাওয়াব মাহফিল শুরু, যোগ দেবেন মির্জা ফখরুল

আজ প্রাণিসম্পদ সপ্তাহ উদ্বোধন: নেছারাবাদে ব্যানারে হাস্যকর ভুল

পিরোজপুর ২ আসন: নেছারাবাদ থেকে ধানের শীষের প্রার্থী দেওয়ার দাবিতে মিছিল ও মানববন্ধন

পিরোজপুরে গণপিটুনিতে এক ডাকাত নিহত, আহত অবস্থায় আটক ১

নেছারাবাদে ভূমিকম্পে দুলে ওঠে ঘরবাড়ি, আতঙ্কে স্থানীয়রা

নেছারাবাদে ইউনিয়ন আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সাবেক মন্ত্রী শ ম রেজাউল করিমের ভাই গ্রেপ্তার