হোম > সারা দেশ > পটুয়াখালী

কলাপাড়ায় শুরু হয়েছে প্রবারণা পূর্ণিমার আনুষ্ঠানিকতা

কলাপাড়া (পটুয়াখালী) প্রতিনিধি

আত্মশুদ্ধি ও অশুভকে বর্জন করে সত্য ও সুন্দরকে বরণে পটুয়াখালীর বৌদ্ধ ধর্মাবলম্বীরা পালন করেছে অন্যতম ধর্মীয় উৎসব প্রবারণা পূর্ণিমা। আজ বৃহস্পতিবার ভোরে পঞ্চশীল ও অষ্টশীল প্রার্থনার মধ্য দিয়ে দিনটির সূচনা হয়। এ সময় বৌদ্ধ বিহারগুলোতে সমাবেশ ঘটে বৌদ্ধ ভিক্ষুসহ রাখাইন নর-নারীদের। 

দিনভর নানা ধর্মীয় আচার অনুষ্ঠানের মাধ্যমে এ উৎসব চলবে। এ উৎসব উপলক্ষে জেলার রাখাইন পাড়াগুলোতে বিরাজ করছে এক উৎসব মুখর পরিবেশ। সন্ধ্যায় আকাশে উড়ানো হবে রং-বেরঙের ফানুস। 

জানা গেছে, আড়াই হাজার বছর আগে গৌতম বুদ্ধ বুদ্ধত্ব লাভের পর আষাঢ়ী পূর্ণিমা থেকে অশ্বিনী তিথি পর্যন্ত তিন মাস বর্ষাবাস পালন শেষে প্রবারণা উৎসব পালিত হয়। প্রবারণা পূর্ণিমার পরদিন থেকে এক মাস প্রতিটি বৌদ্ধবিহারে শুরু হয় কঠিন চীবরদান উৎসব। 

মিশ্রিপাড়া সীমা বৌদ্ধ বিহারের সভাপতি মালচিং তালুকদার আজকের পত্রিকাকে বলেন, বৌদ্ধ ধর্মাবলম্বীদের অন্যতম প্রধান এ উৎসব ঘিরে নানা বয়সী মানুষের মধ্যে আনন্দ বিরাজ করছে। সকাল থেকে উৎসব শুরু হয়েছে। সন্ধ্যায় নানা রং-বেরঙের ফানুস উড়িয়ে উৎসব পালন করা হবে। 

কুয়াকাটা শ্রীমঙ্গল বৌদ্ধ বিহারের উপাধ্যক্ষ ইন্দ্র বংশ ভান্তে আজকের পত্রিকাকে বলেন, ‘প্রবারণা উৎসবকে ঘিরে আমরা ২৮ বুদ্ধের আসন পরিষ্কার ও নতুন সাজে রূপ দিয়েছি। কঠিন চীবর দান ও সন্ধ্যায় শতাধিক ফানুস উড়িয়ে ধর্মীয় আচারের মধ্যে দিয়ে শেষ হবে এবারের প্রবারণা উৎসব। এ উৎসব থেকে আমাদের চাওয়া হলো জাগতিক সবাই ভালো থাকুক। কারও অমঙ্গল না হোক। আমাদের সামাজিক অবস্থা অবনতি হচ্ছে। দিনে দিনে আমরা কোণঠাসা হয়ে পড়ছি। এখান থেকে মুক্তি চাই।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী