হোম > সারা দেশ > পটুয়াখালী

পটুয়াখালীতে ইলিশ চুরির অভিযোগে ২ শিশুকে বেঁধে নির্যাতনের অভিযোগ, ছবি ভাইরাল

পটুয়াখালী প্রতিনিধি

নির্যাতনের শিকার দুই শিশু। ছবি: সংগৃহীত

পটুয়াখালীর গলাচিপায় ইলিশ মাছ চুরির অভিযোগে দুই শিশুকে হাত-পা বেঁধে প্রকাশ্যে নির্যাতনের অভিযোগ উঠেছে ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য ও স্থানীয় এক মাছ ব্যবসায়ীর বিরুদ্ধে।

গত সোমবার (২৯ সেপ্টেম্বর) দুপুরে গলাচিপা উপজেলার চরবিশ্বাস ইউনিয়নের চরমহিরউদ্দিন এলাকার নতুন স্লুইসগেটসংলগ্ন স্থানে এ ঘটনা ঘটে। নির্যাতনের পর শিশুদের হাতে মাছ ধরিয়ে ছবি তোলা হয়। গতকাল মঙ্গলবার (৩০ সেপ্টেম্বর) সামাজিক যোগাযোগমাধ্যমে এমন ছবি ছড়িয়ে পড়লে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়।

ভুক্তভোগী দুই শিশু হচ্ছে জেলার মির্জাগঞ্জ উপজেলার মহিষকাটা গ্রামের কাশেম হাওলাদারের ছেলে (১০) এবং গলাচিপার চরবিশ্বাস ইউনিয়নের চরআগস্তি গ্রামের হারুন প্যাদার ছেলে (১৪)। তাদের মধ্যে ১৪ বছর বয়সী শিশুকে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নিতে হয়েছে।

স্বজনদের বরাতে জানা গেছে, গত রোববার রাতে ওই দুই শিশু স্থানীয় জেলে জয়নাল খাঁর সঙ্গে নদীতে মাছ ধরতে গিয়েছিল। রাত গভীর হলে তারা নৌকায় ঘুমিয়ে পড়ে। পরদিন সকালে মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি তাদের ধরে তাঁর আড়তে নিয়ে যান। অভিযোগ ওঠে, তারা আড়ত থেকে প্রায় ১০টি ইলিশ চুরি করেছে। এরপর তাদের হাত-পা বেঁধে মারধর করা হয় এবং দুপুরে রোদে বসিয়ে স্বীকারোক্তি আদায় করা হয়। শুধু তাই নয়, হাতে মাছ ধরিয়ে ছবি তোলা হয় এবং তা সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দেওয়া হয়।

পরিবারের সদস্যরা জানান, তাঁরা ঘটনাস্থলে গিয়ে শিশুদের বেঁধে রাখা অবস্থায় দেখতে পান। এ সময় ইউপি সদস্য হাসান সরদার ও মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি ক্ষতিপূরণ বাবদ ১০ হাজার ৫০০ টাকা দাবি করেন। টাকা দিতে না পারায় স্বজনদের কাছ থেকে সাদা কাগজে স্বাক্ষর নেওয়া হয়। পরে শিশুদের ছেড়ে দেওয়া হয়।

তবে অভিযোগ অস্বীকার করে ইউপি সদস্য হাসান সরদার বলেন, ‘শিশুরা আড়ত থেকে মাছ চুরি করেছে। আমি খবর পেয়ে গিয়েছিলাম। পরে মাছের দাম ক্ষতিপূরণ হিসেবে দাবি করা হয়। তাদের মারধর করা হয়নি।’

মাছ ব্যবসায়ী ইমরান বয়াতি বলেন, ‘ওরা আমার আড়ত থেকে মাছ চুরি করেছে। পালাতে চাইলে হাত-পা বেঁধে রাখা হয়। এর আগেও তারা মাছ চুরি করেছিল, তখন বিষয়টি স্থানীয়ভাবে মীমাংসা হয়েছিল। এবার প্রমাণ হিসেবে ছবি তোলা হয়েছে।’

গলাচিপা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আশাদুর রহমান বলেন, ‘ঘটনার বিষয়ে আমরা অবগত হয়েছি। ঘটনাস্থলে পুলিশ গিয়েছিল। ভুক্তভোগীদের লিখিত অভিযোগ দিতে বলা হয়েছে। অভিযোগ পেলে তদন্ত করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই

পটুয়াখালী-৩ আসনে নুর-হাসান মামুনের প্রার্থিতা বৈধ ঘোষণা

নুরুল হক নুরের সম্পদ আছে ৯০ লাখ টাকার, নেই স্বর্ণালংকার

খালেদা জিয়ার জানাজায় এসে মারা যাওয়া নিরব জনকণ্ঠের সাবেক কর্মী