হোম > সারা দেশ > পটুয়াখালী

অসুস্থ সন্তানকে দেখে ফিরছিলেন কর্মস্থলে, বাস কেড়ে নিল যুবকের প্রাণ

দশমিনা (পটুয়াখালী) প্রতিনিধি 

মো. শাকিল হাওলাদার। ছবি: সংগৃহীত

বরিশাল-ঢাকা মহাসড়কে গৌরনদীতে বাসের ধাক্কায় এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। নিহত যুবকের নাম মো. শাকিল হাওলাদার (৩৫)। আজ রোববার (১৩ জুলাই) দুপুর ১২টার দিকে এ দুর্ঘটনা ঘটে। গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান এ তথ্য নিশ্চিত করেন।

নিহত শাকিল পটুয়াখালীর দশমিনা উপজেলার ১ নম্বর রণগোপালদী ইউনিয়নের যৌথা গ্রামের কামাল হাওলাদারের ছেলে। তিনি ঢাকায় একটি বেসরকারি প্রতিষ্ঠানে চাকরি করতেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, গত বৃহস্পতিবার মো. শাকিল তাঁর ছেলের অসুস্থতার কথা শুনে বাড়িতে আসেন। আজ সকালে বাড়ি থেকে নিজে মোটরসাইকেল চালিয়ে ঢাকার উদ্দেশে রওনা দেন তিনি। দুপুর ১২টার দিকে গৌরনদী এলাকায় বরিশাল-ঢাকাগামী তাজ ট্রাভেলের বাসের ধাক্কায় গুরুতর আহত হন তিনি। স্থানীয় লোকজন তাঁকে গৌরনদী আশোকাঠি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আমিনুর রহমান আজকের পত্রিকাকে জানান, মৃত ব্যক্তির পরিচয় পাওয়ার পর তাঁর পরিবারকে জানানো হয়েছে। এ বিষয় থানায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। পরবর্তী কার্যক্রম প্রক্রিয়াধীন।

নুরের আসনে কমিটি বিলুপ্ত: বিএনপি নেতা-কর্মীদের উল্লাসের কারণ কী

‘ভিপি নুরের পক্ষে কাজ না করায়’ গলাচিপা-দশমিনা বিএনপি কমিটি বিলুপ্ত

পটুয়াখালী-২ আসন: মুখোমুখি বিএনপি-জামায়াত উত্তেজনা বাড়ছে বাউফলে

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় পটুয়াখালীর যুবক নিহত, বাড়িতে মাতম

বিজয় আমাদের হয়েই গেছে, ১২ ফেব্রুয়ারি শুধু আনুষ্ঠানিকতা: নুর

বাউফলে দুই ছাত্রীকে ধর্ষণের অভিযোগ যুবকের বিরুদ্ধে, সহযোগিতার জন্য মা গ্রেপ্তার

‘নির্বাচন কমিশন ধানের শীষ দিলেও আপত্তি নেই’

ঘরে পড়ে ছিল গৃহবধূর গলাকাটা লাশ, পাশে বসে কাঁদছিলেন স্বামী

‘অনৈতিক সম্পর্ক’ ফাঁস করায় নিজের কিশোরী মেয়েকে হত্যা করান বাবা— আসামির স্বীকারোক্তি

দশমিনার শিক্ষক মাওলানা আবদুস ছত্তার আর নেই