হোম > সারা দেশ > পঞ্চগড়

মেয়েকে কিডনি দিয়ে বাঁচাতে চান মা, অর্থাভাবে থমকে গেছে চিকিৎসা

পঞ্চগড় প্রতিনিধি 

হাসপাতালে অসুস্থ মেয়ের পাশে মা। ছবি: আজকের পত্রিকা

দুটি কিডনির সমস্যা নিয়ে এক কঠিন লড়াইয়ে আছেন পঞ্চগড়ের রনি আক্তার (৩০)। চিকিৎসকদের মতে, তাঁর দ্রুত কিডনি প্রতিস্থাপন করা জরুরি, না হলে জীবন সংকটে পড়তে পারেন তিনি। এদিকে অসুস্থ মেয়েকে বাঁচাতে নিজের এক কিডনি দিতে চান মা খালেদা বেগম, কিন্তু অর্থের অভাবে চিকিৎসার রাস্তাটি বন্ধ হয়ে গেছে পরিবারটির জন্য।

রনি আক্তার পঞ্চগড় সদর উপজেলার ধাক্কামারা ইউনিয়নের বাগানবাড়ি গ্রামের বাসিন্দা। ২০১৩ সালে বিয়ে হওয়ার পর তাঁর একটি দশ বছরের ছেলে রয়েছে। তিন বছর আগে রনির কিডনির সমস্যা শুরু হয় এবং পরে জানা যায়, তাঁর দুটি কিডনি নষ্ট হয়ে গেছে। দুই বছর ধরে তিনি নিয়মিত ডায়ালাইসিসের মধ্যে রয়েছেন, যার জন্য মাসে প্রায় ৩০ হাজার টাকা খরচ হচ্ছে। চিকিৎসা ও ডায়ালাইসিস বাবদ ইতিমধ্যে পরিবারের পক্ষ থেকে ১০ লাখ টাকা খরচ করা হয়েছে।

রনির পরিবার জানায়, তাঁর বাবা উমের আলী একজন কৃষক। বয়সের কারণে বর্তমানে তিনি বেকার। পরিবারটি গরিব, দিনমজুরি করে কোনো রকমে চলে। এই অবস্থায় রনির মৃত্যুভয় তাঁদের জীবনে নতুন পরাধীনতা নিয়ে এসেছে। ধারদেনা ও আত্মীয়-স্বজনদের সাহায্যে রনিকে ডায়ালাইসিস করানোর চেষ্টা চলছে।

রনির চিকিৎসকেরা বলছেন, একটি কিডনি প্রতিস্থাপন করা ছাড়া অন্য কোনো উপায় নেই, আর এর জন্য প্রয়োজন ১০ লাখ টাকা। সন্তানের জীবন রক্ষার লক্ষ্যে মা খালেদা তাঁর কিডনি দিতে চান।

মা খালেদা বলেন, ‘আমি আমার মেয়েকে বাঁচাতে চাই, কিন্তু এক্ষুনি প্রয়োজনীয় অর্থ জোগাড় করতে পারছি না। আমরা দরিদ্র মানুষ। কীভাবে তার জন্য কিডনি কিনব?’ রনির বাবা উমের আলী বলেন, ‘আমরা আর্থিক সহযোগিতার জন্য সবার কাছে হাত বাড়াচ্ছি। সবার সহযোগিতা পেলে হয়তো মায়ের কিডনিতে আমাদের মেয়ে আবার বেঁচে যাবে।’

সাহায্য পাঠানোর ঠিকানা: রনি আক্তার সঞ্চয়ী হিসাব নম্বর: 62134002355, ব্যাংক এশিয়া, পঞ্চগড় শাখা।

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে

বছরের প্রথম দিনেই পঞ্চগড়ে তাপমাত্রা কমে এক অঙ্কের ঘরে, মৃদু শৈত্যপ্রবাহ

ঘন কুয়াশা ও তীব্র শীতে পঞ্চগড়ে জনজীবন বিপর্যস্ত

ঘন কুয়াশা ও কনকনে শীতে বিপর্যস্ত পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগী

পঞ্চগড়ে আট দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ: রাতে কনকনে শীত, দিনে ঝলমলে রোদ

পঞ্চগড়ে মৃদু শৈত্যপ্রবাহ, রাতে তীব্র শীত—দিনে ঝলমলে রোদ

বাংলাবান্ধা আইসিপিতে বিজিবির বাড়তি নজরদারি

পঞ্চগড়ে ৪ দিন ধরে মৃদু শৈত্যপ্রবাহ

জনগণ যাদের সমর্থন দেবে, তারাই জিতবে: পঞ্চগড়ে সারজিস আলম