হোম > সারা দেশ > পঞ্চগড়

করতোয়ায় গলায় কাপড় প্যাঁচানো লাশ উদ্ধার

পঞ্চগড় প্রতিনিধি

পঞ্চগড়ের বোদা উপজেলায় নিখোঁজের দুদিন পর করতোয়া নদী থেকে এক ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সকালে উপজেলার মাড়েয়া বামনহাট ইউনিয়নের করতোয়া নদীর সাঁওতালের ঘাট এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত সফিকুল ইসলাম ঠান্ডুর (৫২) বাড়ি বোদা উপজেলার বড়শশী ইউনিয়নের নাউতরি শ্যামেরডাঙ্গা এলাকায়। তিনি ওই এলাকায় ইসাহাক আলীর ছেলে। 

পুলিশ জানায়, সফিকুল ইসলাম জমি বেচাকেনায় মাধ্যম হিসেবে কাজ করে আসছেন। সম্প্রতি স্থানীয় একটি পরিবারের সঙ্গে জমি নিয়ে তাঁর বিরোধ চলছিল। এরই মধ্যে গত বুধবার থেকে নিখোঁজ হয় সফিকুল। পরদিন বোদা থানায় মৌখিকভাবে বিষয়টি অবগত করে তাঁর পরিবার। 

আজ শুক্রবার সকালে করতোয়া নদীর সাঁওতালের ঘাট এলাকায় একটি মরদেহ ভেসে থাকতে স্থানীয়রা পুলিশে খবর দেয়। খবর পেয়ে সফিকুলের পরিবারের লোকজন এসে মরদেহটি তাঁর বলে শনাক্ত করে। পরে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাঠানো হয়। 

বোদা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক বলেন, ‘মরদেহের গলায় কাপড় প্যাঁচানো ছিল। তাকে শ্বাসরোধ করে হত্যা করা হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। তার ছেলে রিপন বাদী হয়ে অজ্ঞাতনামা আসামি করে থানায় মামলা করেছে। আসামিদের ধরতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।’

টানা শৈত্যপ্রবাহের কবলে পঞ্চগড়, বাড়ছে শীতজনিত রোগীর সংখ্যা

পঞ্চগড়ে সর্বনিম্ন ৭.৫ ডিগ্রি তাপমাত্রা

মাঝারি শীতে পঞ্চগড়ে জনভোগান্তি

হাদি হত্যার বিচার দাবিতে পঞ্চগড়ে সড়ক অবরোধ, সংঘর্ষে আহত ২৬

তিন দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

আজও দেশের সর্বনিম্ন তাপমাত্রা পঞ্চগড়ে

পঞ্চগড়ে ৬.৯ ডিগ্রি তাপমাত্রা, তীব্র শীতে বিপর্যস্ত জনজীবন

মাঝারি শৈত্যপ্রবাহে কাঁপছে পঞ্চগড়, ৭.৫ ডিগ্রিতে নেমেছে তাপমাত্রা

পঞ্চগড়ে রোদ উঠলেও কমেনি শীতের তীব্রতা

উত্তরাঞ্চলে চা কারখানা ২ মাস বন্ধ থাকবে