হোম > সারা দেশ > পাবনা

পাবনায় যুবককে কুপিয়ে হত্যা, নেপথ্যে ‘ওয়াজ মাহফিল নিয়ে বিরোধ’

পাবনা প্রতিনিধি

পাবনা শহরে আবুল কাশেম (২৭) নামের এক যুবককে কুপিয়ে হত্যা করা হয়েছে। গতকাল রোববার বিকেলে শহরের শালগাড়িয়ার তালবাগান এলাকায় এই ঘটনা ঘটে। নিহত আবুল কাশেম ওই এলাকার আবুল হোসেনের ছেলে।

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী আজকের পত্রিকাকে এই তথ্য জানান। তিনি বলেন, সম্প্রতি এলাকায় একটি ওয়াজ মাহফিলকে কেন্দ্র করে আবুল কাশেমের সঙ্গে পাশের সামির হোসেনসহ কিছু যুবকের বিরোধ বাধে। গতকাল রোববার সামির হোসেনের বাড়ির দিকে গেলে সামির ও তাঁর বাবার নেতৃত্বে সাত-আট যুবক কাশেমকে ছুরিকাঘাত করে। একপর্যায়ে আবুল কাশেমের দেহ নিথর হয়ে মাটিতে পড়ে গেলে সবাই পালিয়ে যায়। পরে স্থানীয়রা তাঁকে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

ওসি আরও বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। সেই সঙ্গে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়। ময়নাতদন্ত শেষে আজ সোমবার সকালে লাশ পরিবারের সদস্যদের কাছে হস্তান্তর করা হয়।

এ ঘটনায় নিহতের বাবা আবুল হোসেন বাদী হয়ে সদর থানায় হত্যা মামলা করেছেন। গতকাল রোববার মধ্যরাতে করা মামলায় সামির হোসেন ও তাঁর বাবা লাড্ডু সুলতানকে আসামি করা হয়েছে। তবে এখন পর্যন্ত মামলার কোনো আসামিকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১