হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারধরের মামলায় গ্রেপ্তার ৩

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনকে মারধরের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নন্দনপুর ইউনিয়নের চক নন্দনপুর গ্রামের হাসান রুবেল (৩৫), সাঁথিয়া পৌরসভার কোনাবাড়িয়া গ্রামের মেহেদী হাসান (২৮) ও পৌরসভার ফকিরপাড়া গ্রামের সাদ্দাম হোসেন (৩২)।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর বিকেলে পূর্বশত্রুতার জেরে সাঁথিয়া থানার সামনে রূপালী ব্যাংকের নিচে রুবেল ও মেহেদী হাসান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। পরে তিনি সাঁথিয়া বাজারে মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলার বাসায় যাওয়ার পথে রুবেল ও মেহেদীর নেতৃত্বে পাঁচজন মিলে তাঁকে মারধর করা হয়। এ ঘটনায় সোহেল রানা খোকন বাদী হয়ে রুবেলসহ পাঁচজনকে আসামি করে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ার পর পলাতক আসামি মেহেদী হাসান রুবেল, মেহেদী হাসান ও সাদ্দামকে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেল হাজতে পাঠানো হয়।

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১