হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়া উপজেলা ভাইস চেয়ারম্যানকে মারধরের মামলায় গ্রেপ্তার ৩

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়া পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনকে মারধরের মামলায় তিনজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার রাতে তাঁদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন উপজেলার নন্দনপুর ইউনিয়নের চক নন্দনপুর গ্রামের হাসান রুবেল (৩৫), সাঁথিয়া পৌরসভার কোনাবাড়িয়া গ্রামের মেহেদী হাসান (২৮) ও পৌরসভার ফকিরপাড়া গ্রামের সাদ্দাম হোসেন (৩২)।

থানায় করা অভিযোগ সূত্রে জানা গেছে, গত ৮ অক্টোবর বিকেলে পূর্বশত্রুতার জেরে সাঁথিয়া থানার সামনে রূপালী ব্যাংকের নিচে রুবেল ও মেহেদী হাসান উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান সোহেল রানা খোকনকে অকথ্য ভাষায় গালমন্দ করেন। পরে তিনি সাঁথিয়া বাজারে মহিলা ভাইস চেয়ারম্যান সেলিমা সুলতানা শিলার বাসায় যাওয়ার পথে রুবেল ও মেহেদীর নেতৃত্বে পাঁচজন মিলে তাঁকে মারধর করা হয়। এ ঘটনায় সোহেল রানা খোকন বাদী হয়ে রুবেলসহ পাঁচজনকে আসামি করে সাঁথিয়া থানায় অভিযোগ দায়ের করেন।

এ বিষয়ে জানতে চাইলে সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, অভিযোগ পাওয়ার পর পলাতক আসামি মেহেদী হাসান রুবেল, মেহেদী হাসান ও সাদ্দামকে গতকাল বৃহস্পতিবার রাতে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার দুপুরে আদালতের মাধ্যমে তাঁদের জেল হাজতে পাঠানো হয়।

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর