হোম > সারা দেশ > পাবনা

ভাঙ্গুড়ায় গৃহবধূর লাশ উদ্ধার

ভাঙ্গুড়া (পাবনা) প্রতিনিধি

পাবনার ভাঙ্গুড়ায় বুলবুলি খাতুন (৪২) নামের এক গৃহবধূর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে তাঁর লাশ পাবনা সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়। গতকাল সোমবার দুপুরে অসুস্থ অবস্থায় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স নেওয়া হলে চিকিৎসক গৃহবধূকে মৃত ঘোষণা করেন। 

গৃহবধূ বুলবুলি জেলার ফরিদপুর উপজেলার হাংড়াগাড়ি গ্রামের কৃষক আকমল হোসেনের স্ত্রী। তাঁদের ঘরে তিন সন্তান রয়েছে। 

লাশ উদ্ধারের বিষয়টি আজকের পত্রিকাকে নিশ্চিত করেন ভাঙ্গুড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাশিদুল ইসলাম। তিনি বলেন, ‘বুলবুলি কবিরাজি করতেন, এলাকার মানুষের ঝাড়-ফুঁক দিতেন। মাঝেমধ্যে তিনি বাড়িতে অজ্ঞান হয়ে পড়ে থাকতেন। কীটনাশক জাতীয় কিছু খেয়ে তিনি আত্মহত্যা করতে পারেন বলে ভাঙ্গুড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসক আমাকে জানিয়েছেন। ময়নাতদন্তের পর মৃত্যুর প্রকৃত কারণ জানা যাবে। এ ঘটনায় থানায় অপমৃত্যুর মামলা হয়েছে।’ 

ওসি রাশিদুল ও স্থানীয় লোকজন জানান, গতকাল দুপুরে মাঠের কাজ সেরে বাড়ি ফিরে স্ত্রী বুলবুলিকে ডাকতে থাকেন আকমল। কোনো সাড়া-শব্দ না পেয়ে শোয়ার ঘরের দিকে গেলে দরজা বন্ধ দেখতে পান তিনি। এ সময় অনেকক্ষণ ধরে তিনি দরজা ধাক্কা দিয়ে খোলার চেষ্টা করেন। পরে প্রতিবেশীদের সহায়তায় দরজা ভেঙে ঘরে ঢুকে দেখেন বুলবুলি অসুস্থ অবস্থায় মেঝেতে পড়ে আছেন। উদ্ধার করে ভাঙ্গুড়া স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন। সন্ধ্যায় খবর পেয়ে লাশ উদ্ধার করে থানায় আনে পুলিশ।

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ