হোম > সারা দেশ > পাবনা

ট্রেনের ধাক্কায় আহত সেই যুব মহিলা লীগ নেত্রীর মৃত্যু

পাবনা প্রতিনিধি

রেললাইনের ওপরে সেলফি তুলতে গিয়ে ট্রেনের ধাক্কায় আহত পাবনা সদর উপজেলা যুব মহিলা লীগের সাধারণ সম্পাদিকা রুমানা আক্তার মিতু (৩৫) মারা গেছেন। গতকাল শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি। 

এর আগে গত ২৪ অক্টোবর ভাঙ্গুরার দিলপাশার ব্রিজের ওপরে ট্রেনের ধাক্কায় তিনি গুরুতর আহত হলে তাঁকে  হাসপাতালে ভর্তি করা হয়। নিহত মিতু সদর উপজেলার চরতারাপুর ইউনিয়নের মকসেদ আলীর মেয়ে। 

পাবনা জেলা যুব মহিলা লীগের সভাপতি অ্যাডভোকেট আরেফা খানম শেফালি বলেন, গত ২৪ অক্টোবর বিকেলে ভাঙ্গুরার দিলপাশার ব্রিজে পরিবারসহ বেড়াতে যান। তিনি ট্রেন লাইনের ওপর দাঁড়িয়ে সেলফি তুলছিলেন। এ সময় ট্রেনের ধাক্কায় রেললাইনের নিচে পড়ে গুরুতর আহত হন। পরে তাঁকে উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। অবস্থার অবনতি হওয়ায় তাঁকে রাজশাহীর একটি বেসরকারি হাসপাতালের আইসিইউতে ভর্তি করা হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়। 

আজ রোববার বেলা ২টার দিকে পাবনা কামিল আলিয়া মাদ্রাসা মাঠে তাঁর জানাজা শেষে আরিফপুর সদর কবরস্থানে দাফন করা হবে বলে পরিবার সূত্রে জানা গেছে। 

পাবনা সদর থানার ওসি আমিনুল ইসলাম জানান, ট্রেন দুর্ঘটনার ১৩ দিন পরে তিনি মৃত্যুবরণ করেছেন। তাঁর মরদেহ রাজশাহী থেকে নিয়ে এসে পরিবারকে হস্তান্তর করা হয়েছে।

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা