হোম > সারা দেশ > পাবনা

পায়ে হেঁটে পদ্মা পার!

প্রতিনিধি, সুজানগর (পাবনা)

পাবনার সুজানগরে এক সময়ের প্রমত্তা পদ্মা নদী এখন ধু ধু বালু চরে পরিণত হয়েছে। ফলে বিশাল পদ্মা নদী পায়ে হেঁটে অবলীলায় পার হয়ে যাচ্ছেন অনেকে।

সুজানগর উপজেলার পদ্মা পাড়ের সিংহনগর গ্রামের বাসিন্দা ডাঃ লিয়াকত আলী। তিনি বলেন, এক সময়ে এই পদ্মার গর্জনে খেয়া নৌকার মাঝিরা নৌকা চালাতে সাহস করত না। মাছ ধরতে যাওয়া জেলেরাও  সবসময় আতঙ্কে থাকত। ফেরি, স্টিমারের মতো ভারি নৌযানও পুরোপুরি নিরাপদ ছিল না। কিন্তু কালের বিবর্তনে সেই প্রমত্তা পদ্মা এখন শীর্ণ একটি খালে পরিণত হয়েছে। পদ্মার বুকে জেগে উঠেছে বালুর চর।

পদ্মা পাড়ের নারুহাটি গ্রামের বাসিন্দা সাবেক ইউপি সদস্য খলিলুর রহমান। তিনি বলেন, সুজানগর উপজেলার সাতবাড়ীয়া খেয়াঘাট থেকে পাংসা উপজেলার হাবাসপুর ঘাট পর্যন্ত দূরত্ব ছয় কিলোমিটার। চার-পাঁচ মাস আগেও দুই পাড়ের মানুষ এ পথটা নৌকায় পার হতেন। কিন্তু মাত্র এই চার-পাঁচ মাসের ব্যবধানে চর পরে সাড়ে পাঁচ কি.মি ভরাট হয়ে গেছে। বাকি মাত্র আধা কিলোমিটার পদ্মা নৌকায় পার হতে হয়। এতে ভোগান্তিতে পড়ছেন যাত্রীরা।

এ বিষয়ে পাবনা-২ (সুজানগর-বেড়া আংশিক) আসনের সংসদ সদস্য আহমেদ ফিরোজ কবিরের সাথে আজকের পত্রিকার কথা হয়েছেন। যাত্রীদের দুর্ভোগ লাঘব তথা পদ্মা নদীর অস্তিত্ব রক্ষায় ড্রেজিং করে এর নাব্যতা বৃদ্ধির উদ্যোগ নেওয়া হবে আশ্বাস দেন তিনি।

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১