হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়ায় চালু হয়নি মা ও শিশু কেন্দ্র, নষ্ট হচ্ছে মূল্যবান আসবাবপত্র 

প্রতিনিধি, সাঁথিয়া (পাবনা)

পাবনার সাঁথিয়ায় মা ও শিশুদের স্বাস্থ্য সেবা নিশ্চিত করতে প্রধানমন্ত্রী শেখ হাসিনা উপজেলায় তিনটি ১০ শয্যা বিশিষ্ট মা ও শিশু কেন্দ্র নির্মাণের উদ্যোগ নেন। যা ২০১৯ সালে নির্মাণ কাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন ওই সময়ের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী মোহাম্মদ নাসিম। 

পরবর্তীতে গত বছরের শেষের দিকে ঠিকাদার প্রতিষ্ঠান সোনাতলা ও চলতি বছরের মে মাসে কাশিনাথপুরের মা ও শিশু কেন্দ্রটি সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছে ঠিকাদার প্রতিষ্ঠান বদরুল ইকবাল লিমিটেড। কিন্তু উপজেলার কুমিরগাড়ীর কেন্দ্রটি জলাবদ্ধতার কারণে নির্মাণ কাজ এখনো চলমান রয়েছে। 

জানা যায়, প্রতিটি মা ও শিশু কেন্দ্রে চিকিৎসা সেবা নিশ্চিত করতে ২ জন মেডিকেল অফিসার, ৩ জন উপসহকারী কমিউনিটি মেডিকেল অফিসার, ১ জন ফার্মাসিস্ট, ১ জন কম্পিউটার ম্যান, ১ জন আয়াসহ ১৪ জন জনবল থাকবে। এখানে নরমাল ও অস্ত্রোপচারের মাধ্যমে বাচ্চা প্রসব করানো হবে। এ ছাড়া কেন্দ্রগুলোর মাধ্যমে শিশু ও মায়েরা যথাযথ চিকিৎসা সেবা প্রদান করা হবে। কিন্তু নির্মাণাধীন কেন্দ্র দুটি চালু না হওয়ায় গ্রামাঞ্চলের দরিদ্র অসহায় পরিবারের মায়েরা সঠিক ও অল্প খরচে স্বাস্থ্য সেবা থেকে বঞ্চিত হচ্ছে। সেবা গ্রহণ করতে তাঁদের বিভিন্ন ক্লিনিকে যেতে হচ্ছে। এতে করে গুনতে হচ্ছে অতিরিক্ত অর্থ। শুধু তাই নয়, ভুল চিকিৎসায় অনেক মা ও শিশু অকালে মৃত্যুবরণ করছেন। 

অপরদিকে, কাশিনাথপুর মা ও শিশুকেন্দ্রের কার্যক্রম শুরু না হওয়ায় এরই মধ্যে জানালার গ্রিল কেটে কিছু মালামাল চুরি হয়ে গেছে। এ ছাড়া রক্ষণাবেক্ষণের অভাবে নষ্ট হচ্ছে কেন্দ্রের মূল্যবান আসবাবপত্রসহ দামি জিনিসপত্র।

এ বিষয়ে পাবনা জেলা পরিষদের সদস্য খোরশেদ আলম ও বিশিষ্ট ব্যবসায়ী সাইফুল আলম মিঠুল বলেন, স্থানীয় এমপি অ্যাডভোকেট শামসুল হক টুকু এবং ওই সময়ের স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা মন্ত্রণালয়ের সচিব বাবলু কুমার সাহার চেষ্টায় মা ও শিশু কেন্দ্রগুলো নির্মাণ করা হয়। যা পল্লি অঞ্চলের স্বাস্থ্য সেবায় ব্যাপক ভূমিকা রাখবে। 

পাবনা স্বাস্থ্য প্রকৌশলের সহকারী প্রকৌশলী শামসুল আরিফিন বলেন, নির্মাণ কাজ শেষে আমরা সাঁথিয়ার দুটি কেন্দ্র সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাদের কাছে হস্তান্তর করেছি। 

পাবনার পরিবার পরিকল্পনার উপপরিচালক শামসুল আলম বলেন, সারা দেশে ১৫৯টি মা ও শিশু কেন্দ্র নির্মাণ করা হয়েছে। করোনায় নিয়োগ প্রক্রিয়ার জটিলতার কারণে জনবলের অভাবে এখনো চালু করা সম্ভব হয়নি। 

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর