হোম > সারা দেশ > পাবনা

চাটমোহরে ৪ জয়িতাকে সম্মাননা প্রদান

চাটমোহর (পাবনা) প্রতিনিধি

পাবনার চাটমোহর উপজেলায় চার জয়িতাদের মাঝে সম্মাননা প্রদান করা হয়েছে। বৃহস্পতিবার উপজেলার নির্বাহী কর্মকর্তার হলরুমে আলোচনা সভা ও সম্মাননা প্রদান অনুষ্ঠানের আয়োজন করা হয়। জয়িতা অন্বেষণে বাংলাদেশ উদ্যাপনের অংশ হিসেবে আয়োজিত অনুষ্ঠানের প্রতিপাদ্য বিষয় ছিল ‘নারী নির্যাতন বন্ধ করি, কমলা রঙের বিশ্ব গড়ি’। 

অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. সৈকত ইসলাম সভাপতিত্ব করেন। 

জয়িতা সম্মাননা পান নুরুন্নাহার। তিনি সফল জননী নারী হিসেবে এ সম্মাননা পান। এ ছাড়া শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী নারী হিসেবে সিমা খাতুনকে, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী নারী হিসেবে মোছা. সিমা খাতুন ও সমাজ উন্নয়ন অসামান্য অবদান রাখায় মোছা. লতা খাতুনকে সম্মাননার ক্রেস্ট প্রদান করেন অতিথিরা। 

এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ছাড়াও বক্তব্য দেন, চাটমোহর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ইসাহাক আলী মানিক, মহিলা ভাইস চেয়ারম্যান প্রভাষক ফিরোজা পারভীন, শিক্ষা অফিসার খন্দকার মাহবুবুর রহমান, যুব উন্নয়ন কর্মকর্তা আব্দুল হালিম, সমাজ সেবা কর্মকর্তা মো. রেজাউল করিম, চাটমোহর প্রেসক্লাবের সাবেক সভাপতি হেলালুর রহমান জুয়েল, উপজেলা মহিলা আওয়ামী লীগের আহ্বায়ক সাজেদা রহমান, সফল জননী নুরুননাহার, জয়িতা সিমা খাতুনসহ প্রমুখ। এ অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরকারি কর্মকর্তা, মহিলা বিষয়ক অধিদপ্তরের বিভিন্ন ট্রেডের প্রশিক্ষণার্থী, সাংবাদিক ও সুধীজন। 

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু