হোম > সারা দেশ > পাবনা

পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় কলেজছাত্র নিহত

পাবনা প্রতিনিধি

পাবনায় মোটরসাইকেল দুর্ঘটনায় মেহেদী হাসান রনি (২০) নামে একজন কলেজছাত্র নিহত হয়েছেন। সঙ্গে দুর্ঘটনায় আহত হয়েছেন সাদির হোসেন (২০) নামের আরও একজন কলেজ শিক্ষার্থী। গতকাল শুক্রবার রাত ৮টার দিকে পাবনা পৌর এলাকায় জালাল মেমোরিয়াল হাসপাতালের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত রনি পাবনা সদর উপজেলার মালঞ্চি ইউনিয়নের সিংগা পালপাড়া এলাকার রবিউল ইসলামের ছেলে ও পাবনা কলেজের ছাত্র। এ বছর তিনি এইচএসসি পরীক্ষা দিয়েছেন। 

আহত সাদির হোসেন চাটমোহর উপজেলার সোহাগপাড়া গ্রামের জহুরুল ইসলামের ছেলে। তিনিও পাবনা কলেজে পড়াশোনা করছেন। 

স্থানীয় বাসিন্দা ও পুলিশ সূত্রে জানা যায়, সন্ধ্যার পর রনি ও সাদির দুই বন্ধু শহর থেকে বেপরোয়াভাবে মোটরসাইকেল চালিয়ে হাসপাতাল সড়ক হয়ে সিংগা এলাকার দিকে যাচ্ছিলেন। পথে নিয়ন্ত্রণ হারিয়ে জালাল মেমোরিয়াল হাসপাতালের সামনে একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লেগে ছিটকে পড়েন তাঁরা। স্থানীয়রা তাঁদের উদ্ধার করে হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক রনিকে মৃত ঘোষণা করেন। 

নিহতের ফুপাতো ভাই আব্দুল মান্নান বলেন, ‘রনি ছোটবেলা থেকেই মেধাবী ছাত্র ছিল। পড়াশোনার প্রতি তার ব্যাপক আগ্রহ ছিল। তার মৃত্যুতে পরিবারসহ এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।’ 

পাবনা সদর থানার পরিদর্শক রওশন ইয়াজদানী বলেন, ‘মরদেহ উদ্ধার করে পরিবারকে হস্তান্তর করা হয়েছে। তারা কোনো অভিযোগ দেয়নি।’ 

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১