হোম > সারা দেশ > পাবনা

আগামীকাল সাঁথিয়ায় যাবেন রাষ্ট্রপতি, দেখবেন নৌকাবাইচ

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন তিন দিনের সফরে আজ বুধবার নিজ জেলা পাবনায় যাচ্ছেন। আগামীকাল বৃহস্পতিবার তিনি সাঁথিয়ায় ইছামতি নদীতে নৌকাবাইচের অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে যোগ দেবেন। 

জেলা প্রশাসক মুহ. অসাদুজ্জামান সাঁথিয়ায় রাষ্ট্রপতি আসার তথ্য নিশ্চিত করেছেন। জেলা প্রশাসক বলেন, আজ বিকেলে ঢাকা থেকে রাষ্ট্রপতি হেলিকপ্টারে পাবনায় পৌঁছাবেন। পাবনা অ্যাডভোকেট আমিন উদ্দিন স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হবেন। এরপর সার্কিট হাউজে গার্ড অব অনার গ্রহণ শেষে সেখানে রাত যাপন করবেন। আগামীকাল বিকেলে পাবনা থেকে সড়কপথে সাঁথিয়ার উদ্দেশে রওনা দেবেন। সেখানে ইছামতি নদীতে নৌকাবাইচের ফাইনাল অনুষ্ঠান দেখবেন রাষ্ট্রপতি। 

জেলা প্রশাসক আরও বলেন, আগামী ২৯ সেপ্টেম্বর সকালে পাবনা সার্কিট হাউজে গার্ড অব অনার শেষে পাবনা স্টেডিয়ামে হেলিপ্যাডে উপস্থিত হয়ে বঙ্গভবনের উদ্দেশে রওনা দেবেন। 

এদিকে রাষ্ট্রপতির আগমনকে ঘিরে সাঁথিয়ায় চলছে সাজ সাজ রব। এ উপলক্ষে পাবনার জেলা প্রশাসক নিরাপত্তা নিশ্চিত করেছেন। 

সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বলেন, রাষ্ট্রপতির নিরাপত্তায় ৮০০ পুলিশ মোতায়েন  করা হয়েছে সাঁথিয়া পৌর সদরে। রাষ্ট্রপতির আগমনে পৌর সদর নিরাপত্তার চাঁদরে ঢাকা হয়েছে। আইনশৃঙ্খলা রক্ষাকারী বিভিন্ন বাহিনীর পাঁচ স্তরের নিরাপত্তাবলয় তৈরি করা হয়েছে।

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর