সাবেক তথ্য প্রতিমন্ত্রী ড. অধ্যাপক আবু সাইয়িদসহ ১৬৪ জনের নাম উল্লেখ করে পাবনার বেড়া মডেল থানায় মামলা হয়েছে। এ ছাড়া মামলায় আরও ২০০–৩০০ জনকে অজ্ঞাতনামা আসামি করা হয়েছে।
আজ সোমবার বেড়া মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওলিউর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। এর আগে গত শনিবার এই মামলা করা হয়। মামলার অন্য আসামিরা হলেন সাঁথিয়া পৌরসভার সাবেক মেয়র মিরাজুল ইসলাম প্রামাণিকসহ অনেকে।
এ বিষয়ে জানতে চাইলে বেড়া মডেল থানার ওসি ওলিউর রহমান আজকের পত্রিকাকে জানান, সাঁথিয়া উপজেলার গোপিনাথপুর গ্রামের আফতাবের ছেলে সেলিম হোসেন মানিক বাদী হয়ে সন্ত্রাসবিরোধী আইনে মামলাটি করেছেন।