হোম > সারা দেশ > পাবনা

পাবনায় আর্জেন্টিনার ৬০০ ফুট লম্বা পতাকা

পাবনা প্রতিনিধি

বিশ্বকাপ ফুটবল খেলা উপলক্ষে পাবনায় ৬০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা বানিয়েছে সমর্থকেরা। লিওনেল মেসির হাতে উঠবে এবারের বিশ্বকাপ ট্রফি বলে আশা প্রকাশ করেছেন সমর্থকেরা। 

পাবনার চাটমোহর উপজেলার প্রত্যন্ত অঞ্চল পার্শ্বডাঙ্গা ইউনিয়নের বালুদিয়ার গ্রামের আর্জেন্টিনার সমর্থক যুব সমাজের উদ্যোগে এ পতাকা বানানো হয়। গতকাল মঙ্গলবার বিকেলে পাবনার চাটমোহরের গ্রামীণ সড়কে পতাকা নিয়ে আনন্দ মিছিল করে সমর্থকেরা। সবার কণ্ঠে ছিল আর্জেন্টিনা আর মেসির স্লোগান। পরে র‍্যালি করে গ্রামের সড়কের পাশে সবাই মিলে আর্জেন্টিনার ৬০০ ফুট দৈর্ঘ্যের পতাকা টাঙিয়ে দেয়। 

জানা গেছে, দোরগোড়ায় রয়েছে কাতার ফিফা বিশ্বকাপ ফুটবল খেলা। এরই মধ্যে প্রিয় দলগুলো নিয়ে সমর্থকদের মাঝে শুরু হয়েছে উন্মাদনা। শহরে, গ্রামে, পথেঘাটে শোভা যাচ্ছে প্রিয় দলের পতাকা। এরই অংশ হিসেবে পাবনায় ৬০০ ফুট দৈর্ঘ্যের আর্জেন্টিনার পতাকা বানানো হয়েছে। লিওনেল মেসি ও আর্জেন্টিনাকে ভালোবেসে এই পতাকা বানানো হয়েছে বলে জানিয়েছে সমর্থকেরা। 

আর্জেন্টিনার সমর্থক ফরিদ উদ্দিন, আল আমিন হোসেন, সেলিম রেজাসহ অনেকে বলেন, আমাদের প্রিয় দল আর্জেন্টিনা ও প্রিয় খেলোয়াড় মেসিকে ভালোবেসে এ পতাকা বানানো হয়েছে। আশা করছি, এবারের বিশ্বকাপের ট্রফি লিওনেল মেসির হাতে উঠবে। 

এ বিষয়ে ব্রাজিলের সমর্থক আতাউর রহমান বলেন, ‘আমি নিজে ব্রাজিল দলের সমর্থক। কিন্তু গ্রামের যুবকেরা আর্জেন্টিনাকে ভালোবেসে যে কাজ করছে, তা সত্যি প্রশংসনীয়। তাদের ধন্যবাদ জানাই।’ 

পার্শ্বডাঙ্গা ইউনিয়নের ইউপি চেয়ারম্যান মো. আজাহার আলী বিষয়টি নিশ্চিত করে বলেন, আর্জেন্টিনার সমর্থকেরা ৬০০ ফুট দৈর্ঘ্যের পতাকা বানিয়েছেন। তাদের এই ভালোবাসাকে সাধুবাদ জানাই। 

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১