হোম > সারা দেশ > পাবনা

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আহত ১ 

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় পূর্ব বিরোধের জেরে রুহুল আমিন (৩২) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আবু সাঈদকে (৪৫) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা যায়, নিহত রুহুল সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের স্বরগ্রামের আকমল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। আহত সাঈদ একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের মোস্তফা, শরীফসহ কয়েকজন। পরে স্বরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে কথা-কাটাকাটির জেরে রুহুলকে এলোপাতাড়ি কোপানো হয়। এ সময় তাঁর চিৎকারে চাচাতো ভাই আবু সাঈদ (৪৫) ঘটনাস্থলে গেলে তাকেও আঘাত করেন হামলাকারীরা। একপর্যায়ে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে পালিয়ে যান তারা।

পরে আহত রুহুল ও সাঈদকে উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত একটার দিকে রুহুল আমিন মারা যান। আহত সাঈদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। এলাকার আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার সঠিক কারণ ও জড়িতদের গ্রেপ্তারে অভিযানে পুলিশ কাজ করছে।

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু

পাবনায় সড়ক দুর্ঘটনায় বিএনপি নেতা শিমুল বিশ্বাসসহ আহত ৪

পাবনা-ঢাকা সরাসরি ট্রেন চালু মার্চেই: প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী

বিশ্ববিদ্যালয়ছাত্র নাফিউল হত্যা মামলার আসামিরা প্রকাশ্যে ঘুরছে, ধরছে না পুলিশ: অভিযোগ বাবা-মায়ের

আটটি কুকুরছানা হত্যা: সেই নিশি রহমানের জামিন মঞ্জুর

মামলা ষড়যন্ত্রমূলক দাবি করে ভুক্তভোগী পরিবারের সংবাদ সম্মেলন

বিস্ফোরক মামলায় আওয়ামী ও স্বেচ্ছাসেবক লীগ নেতা জেলে