হোম > সারা দেশ > পাবনা

বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে হত্যা, আহত ১ 

পাবনা প্রতিনিধি

পাবনার সাঁথিয়া উপজেলার আতাইকুলায় পূর্ব বিরোধের জেরে রুহুল আমিন (৩২) নামের এক যুবককে বাড়ি থেকে ডেকে নিয়ে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন। গতকাল রোববার রাত ১১টার দিকে এ ঘটনা ঘটে। এ ঘটনায় আহত আবু সাঈদকে (৪৫) হাসপাতালে ভর্তি করানো হয়েছে।

জানা যায়, নিহত রুহুল সাঁথিয়া উপজেলার আতাইকুলা থানার ভুলবাড়িয়া ইউনিয়নের স্বরগ্রামের আকমল হোসেনের ছেলে। তিনি কৃষিকাজ করতেন। আহত সাঈদ একই গ্রামের আব্দুল জলিলের ছেলে।

নিহতের স্বজন ও স্থানীয় সূত্রে জানা যায়, রুহুল আমিনকে বাড়ি থেকে ডেকে নিয়ে যায় একই গ্রামের মোস্তফা, শরীফসহ কয়েকজন। পরে স্বরগ্রাম সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে নিয়ে কথা-কাটাকাটির জেরে রুহুলকে এলোপাতাড়ি কোপানো হয়। এ সময় তাঁর চিৎকারে চাচাতো ভাই আবু সাঈদ (৪৫) ঘটনাস্থলে গেলে তাকেও আঘাত করেন হামলাকারীরা। একপর্যায়ে তাদের চিৎকারে এলাকাবাসী এগিয়ে গেলে পালিয়ে যান তারা।

পরে আহত রুহুল ও সাঈদকে উদ্ধার পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করানো হয়। সেখানে চিকিৎসাধীন অবস্থায় দিবাগত রাত একটার দিকে রুহুল আমিন মারা যান। আহত সাঈদ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

এ বিষয়ে আতাইকুলা থানার পরিদর্শক (তদন্ত) আমিনুল ইসলাম জানান, খবর পেয়ে রাতেই পুলিশ ঘটনাস্থল পরিদর্শন ও হাসপাতাল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে পাঠান। এলাকার আধিপত্য ও পূর্ব বিরোধের জেরে এ হত্যাকাণ্ড ঘটেছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। তবে হত্যার সঠিক কারণ ও জড়িতদের গ্রেপ্তারে অভিযানে পুলিশ কাজ করছে।

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা