হোম > সারা দেশ > পাবনা

পাবনায় শিফটে চলবে লাল ও হলুদ রঙ্গের নিবন্ধিত অটোরিকশা 

পাবনা প্রতিনিধি

পাবনা প্রতিনিধিপৌরসভার সকল ব্যাটারিচালিত অটোরিকশায় লাল ও হলুদ রঙের নিবন্ধন কার্ড চালু করা হয়েছে। এরপর থেকে এসব অটোরিকশার শিফট অনুযায়ী শহরে চলাচল করবে। এতে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি, শহরের যানজট কমার প্রত্যাশা রেখে এ উদ্যোগ নিয়েছে পাবনা জেলা ব্যাটারিচালিত অটোবাইক মালিক ও চালক সমিতি। 

আজ সোমবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি। 

উদ্বোধনে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ‘শহরে ব্যাটারিচালিত অটোবাইক মালিক ও চালকদের নিয়ে শিফট অনুযায়ী পরিচালনা করার উদ্যোগ প্রশংসনীয়। এই সেবা চালু থাকলে শহরের যানজট নিরসন হবে। মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে, যানজটে পড়তে হবে না। শহরের অটোবাইক শহরেই পরিচালনা করতে পারবে এবং ইউনিয়ন পর্যায়ে অটোবাইক, ইউনিয়ন পর্যায়ে চলাচল করবে। শিফট অনুযায়ী অটোবাইক পরিচালনা করলে চালকদের পরিশ্রম কমে যাবে এবং সেই সঙ্গে পারিবারিক কাজ–কর্ম করার সময় পাবে। পর্যায়ক্রমে অটোরিকশা চালক ও মালিকদেরও এই শিফটের আওতায় আনা হবে।’ 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌরসভা মেয়র শরীফ উদ্দিন প্রধান, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ব্যাটারিচালিত অটোবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল রহমান বাদল, সাবেক কাউন্সিলর আজমত বিশ্বাস, জেলা ব্যাটারিচালিত অটোবাইক মালিক সমিতির সভাপতি বিপ্লব সান্যাল, চালক সমিতির সভাপতি টিপু বিশ্বাস, সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান প্রমুখ। 

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি

নিজামী-গোলাম আযমকে দেশপ্রেমিক বলায় ছাত্রদল-শিবির হট্টগোল

পাবনায় মদ পানে ২ যুবকের মৃত্যু