হোম > সারা দেশ > পাবনা

পাবনায় শিফটে চলবে লাল ও হলুদ রঙ্গের নিবন্ধিত অটোরিকশা 

পাবনা প্রতিনিধি

পাবনা প্রতিনিধিপৌরসভার সকল ব্যাটারিচালিত অটোরিকশায় লাল ও হলুদ রঙের নিবন্ধন কার্ড চালু করা হয়েছে। এরপর থেকে এসব অটোরিকশার শিফট অনুযায়ী শহরে চলাচল করবে। এতে যাত্রী সেবার মান বাড়ার পাশাপাশি, শহরের যানজট কমার প্রত্যাশা রেখে এ উদ্যোগ নিয়েছে পাবনা জেলা ব্যাটারিচালিত অটোবাইক মালিক ও চালক সমিতি। 

আজ সোমবার দুপুরে কেন্দ্রীয় বাস টার্মিনাল চত্বরে এই কার্যক্রমের উদ্বোধন করেন পাবনা জেলা পুলিশ সুপার আকবর আলী মুন্সি। 

উদ্বোধনে পুলিশ সুপার তাঁর বক্তব্যে বলেন, ‘শহরে ব্যাটারিচালিত অটোবাইক মালিক ও চালকদের নিয়ে শিফট অনুযায়ী পরিচালনা করার উদ্যোগ প্রশংসনীয়। এই সেবা চালু থাকলে শহরের যানজট নিরসন হবে। মানুষ স্বাচ্ছন্দ্যে চলাচল করতে পারবে, যানজটে পড়তে হবে না। শহরের অটোবাইক শহরেই পরিচালনা করতে পারবে এবং ইউনিয়ন পর্যায়ে অটোবাইক, ইউনিয়ন পর্যায়ে চলাচল করবে। শিফট অনুযায়ী অটোবাইক পরিচালনা করলে চালকদের পরিশ্রম কমে যাবে এবং সেই সঙ্গে পারিবারিক কাজ–কর্ম করার সময় পাবে। পর্যায়ক্রমে অটোরিকশা চালক ও মালিকদেরও এই শিফটের আওতায় আনা হবে।’ 

এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন—সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান মোশারফ হোসেন, পৌরসভা মেয়র শরীফ উদ্দিন প্রধান, ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর ও জেলা ব্যাটারিচালিত অটোবাইক মালিক সমিতির সাধারণ সম্পাদক আমিনুল রহমান বাদল, সাবেক কাউন্সিলর আজমত বিশ্বাস, জেলা ব্যাটারিচালিত অটোবাইক মালিক সমিতির সভাপতি বিপ্লব সান্যাল, চালক সমিতির সভাপতি টিপু বিশ্বাস, সাধারণ সম্পাদক হাসান হাফিজুর রহমান প্রমুখ। 

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১