হোম > সারা দেশ > পাবনা

‘মেয়েকে বিয়ে না দেওয়ায়’ বাবাকে হত্যার অভিযোগ

পাবনা প্রতিনিধি

পাবনা সদর উপজেলার ভাঁড়ারায় এক যুবকের বিরুদ্ধে ছুরিকাঘাতে ফরিদ হোসেন (৪৫) নামের এক ব্যক্তিকে হত্যার অভিযোগ উঠেছে। বৃহস্পতিবার (১৫ ডিসেম্বর) রাত ৮টার দিকে ভাঁড়ারা শাহী মসজিদের পাশে এ ঘটনা ঘটে। নিহত ফরিদ হোসেনের বাড়ি ভাঁড়ারা ইউনিয়নের মধ্য জামুয়া গ্রামে বলে জানা গেছে। 

ভাঁড়ারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সুলতান মাহমুদ খান জানান, বছর খানেক আগে ফরিদ হোসেনের মেয়ের সঙ্গে অনিক হোসেনের এনগেজমেন্ট হয়। অনিকের বখাটেপনার কারণে এনগেজমেন্ট বাতিল করেন ফরিদ হোসেন। পরে ফরিদ হোসেন তাঁর মেয়েকে অন্যত্র বিয়ে দেন। এরপর থেকেই অনিক নানাভাবে ফরিদের পরিবারের ওপর মানসিক নির্যাতন চালিয়ে আসছিল। 

মেয়ের সঙ্গে অনিকের বিয়ে না দেওয়ায় অনিক ক্ষুব্ধ হয়ে এ হত্যাকাণ্ড ঘটান। বৃহস্পতিবার রাতে ভাঁড়ারা শাহী মসজিদ থেকে নামাজ পড়ে বের হওয়ার পর ফরিদ হোসেনকে ছুরিকাঘাত করে পালিয়ে যায় বখাটে অনিক। স্থানীয়রা মুমূর্ষ অবস্থায় ফরিদকে আড়াইশ’ শয্যা বিশিষ্ট পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কৃপা সিন্ধু বালা জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। নিহতের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে। হামলাকারীকে ধরতে অভিযান শুরু করা হয়েছে। 

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার

আবু সাইয়িদের পক্ষে মনোনয়নপত্র বাছাইয়ে গিয়ে গ্রেপ্তার ২ আ.লীগ নেতা