পাবনার সাঁথিয়া উপজেলার পাবনা-ঢাকা সড়কের মাধপুর নামক স্থানে দুই ট্রাকের সংঘর্ষে বাবু (৪০) নামের এক ট্রাকের হেলপার নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও দুজন। গতকাল বৃহস্পতিবার ভোর সাড়ে ৪টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মাধপুর হাইওয়ে থানার সহকারী উপপরিদর্শক (এএসআই) মাসুম বিষয়টি নিশ্চিত করেন।
নিহত বাবু পাবনার মুলাডুলি গ্রামের কাশেমের ছেলে।
এএসআই মাসুম বলেন, পাবনাগামী রডবোঝাই একটি ট্রাকের সঙ্গে কাশিনাথপুরগামী ভুসিবোঝাই ট্রাকের সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই রডবোঝাই ট্রাকের হেলপার বাবু (৪০) নিহত হন। অপর ট্রাকের চালক আব্দুল লতিফ ও হেলপার তুহিন আহত হয়েছেন।
মাধপুর ফাঁড়ির ইনচার্জ নবির উদ্দিন জানান, আতাইকুলা থানায় মামলার প্রস্তুতি চলছে। লাশ ময়নাতদন্তের জন্য পাবনা জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।