হোম > সারা দেশ > পাবনা

সাঁথিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে নিহত ২ 

সাঁথিয়া (পাবনা) প্রতিনিধি 

পাবনার সাঁথিয়ায় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রুবেল হোসেন ও যুবরাজ নামে দুজন নিহত হয়েছে। গতকাল সোমবার রাত ১০টার দিকে উপজেলার মাধপুর-সাঁথিয়া সড়কের হাটবাড়িয়া নামক স্থানে এ ঘটনা ঘটে। এ সময় আসলাম নামে আরও একজন আহত হয়েছেন। 

নিহতরা হলেন উপজেলার বন্দিরাম চরগ্রামের মো. নজরুল ইসলাম ছেলে রুবেল হোসেন (২২) ও ইউনুস আলীর ছেলে যুবরাজ (১৬)। 

স্থানীয়রা জানান, গতকাল রাত ১০টার দিকে পাবনার বাণিজ্য মেলা দেখে ওই তিনজন মোটরসাইকেলে করে ফিরছিল। পথে হাটবাড়িয়া নামক স্থানে পৌঁছালে হঠাৎ করে মোটরসাইকেলের সামনে কুকুর চলে আসে। এ সময় মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের ওপরে ছিটকে পড়ে। ঘটনার পরপরই স্থানীয়রা ওই তিনজনকে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে যুবরাজ মারা যায়। পরে রুবেল হোসেন ও আলমাসকে পাবনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়। 

পরে আহত দুজনেরই অবস্থার অবনতি হলে দ্রুত রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে নেওয়ার পথে রুবেল হোসেন মারা যান। অপর আহত আলমাস রামেকে চিকিৎসাধীন। 
 
সাঁথিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে বলেন, গতকাল রাত ১০টার দিকে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে দুজন নিহত হয়েছে। নিহত রুবেল অত্যন্ত গরিব ছিলেন। তিনি টিউশনি করে সংসার চালাতেন বলে জানা গেছে। 

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর