হোম > সারা দেশ > পাবনা

পাবনায় র‍্যাবের অভিযানে জাল টাকাসহ আটক ৪

পাবনা প্রতিনিধি

র‍্যাবের হাতে আটক জাল টাকা চক্রের চার সদস্য। ছবি: সংগৃহীত

পাবনার আতাইকুলায় অভিযান চালিয়ে জাল টাকাসহ সংঘবদ্ধ চক্রের চার সদস্যকে আটক করেছে র‍্যাব। এ সময় ৫৩ হাজার জাল টাকা ও কিছু নগদ টাকা জব্দ করা হয়েছে। গতকাল রোববার (২২ জুন) সন্ধ্যায় তাঁদের আটক করা হয়।

আটক ব্যক্তিরা হলেন সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার দ্বারিয়াপুর গ্রামের রিকাত শেখের ছেলে সবুজ শেখ (৩২), দ্বারিয়াপুর কান্দাপাড়া গ্রামের মৃত তারা প্রামাণিকের ছেলে শাহিদুল প্রামাণিক (৪০), জুগ্নিদহ গ্রামের আব্দুর রাজ্জাকের ছেলে আতিক মোল্লা (২৩) ও কাংলাকান্দা গ্রামের সেলিম ফকিরের ছেলে সবুজ ফকির (৩৩)।

আজ সোমবার (২৩ জুন) বিকেলে র‍্যাব-১২ পাবনার কোম্পানি কমান্ডার ইলিয়াস খান এক বিজ্ঞপ্তিতে জানান, র‍্যাবের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার বৃহস্পতিপুর মাজার বটতলা এলাকায় অভিযান চালায়।

এ সময় সেখানে থাকা সংঘবদ্ধ জাল টাকা চক্রের সক্রিয় চার সদস্যকে আটক করা হয়। তাঁদের কাছ থেকে জব্দ করা হয় ৫৩ হাজার জাল টাকা, তিনটি বাটন মোবাইল ফোন ও নগদ ৪ হাজার ৩৯৫ টাকা।

আটক ব্যক্তিরা র‍্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করে জানিয়েছেন, তাঁরা পাবনাসহ বিভিন্ন জেলায় দীর্ঘদিন ধরে সংঘবদ্ধ হয়ে বিভিন্ন হাট-বাজারে জাল টাকা দিয়ে ফলমূল, সবজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্য ক্রয় করে বিক্রেতাদের প্রতারিত করে আসছিলেন।

র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার আরও জানান, এ বিষয়ে বিশেষ ক্ষমতা আইন ১৯৭৪-এর ২৫-এ(বি) ধারায় মামলাসহ আটক ব্যক্তিদের আতাইকুলা থানায় হস্তান্তর করা হয়। পরে তাঁদের মামলায় গ্রেপ্তার দেখিয়ে আজ দুপুরে আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়।

পিটিয়ে হত্যা করা আইনজীবী নাঈম উবারে গাড়ি চালাতেন—জানালেন সহকর্মীরা

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর