হোম > সারা দেশ > পাবনা

পাবনায় সড়ক দুর্ঘটনায় শিশুসহ নিহত ২

প্রতিনিধি, পাবনা

পাবনায় পৃথক সড়ক দুর্ঘটনায় শিশুসহ দুজন নিহত হয়েছে। গতকাল মঙ্গলবার রাতে সদরের নাজিরপুর ও আতাইকুলায় পৃথক সড়ক দুর্ঘটনায় তাঁরা মারা যান। 

নিহতরা হলেন-সদর উপজেলার বাড়ইপাড়া গ্রামের মৃত চেরু বিশ্বাসের ছেলে আজমত বিশ্বাস (৪৫) ও আতাইকুলার চড়াডাঙ্গা গ্রামের মৃত হাকিম উদ্দিনের ছেলে ফরমান আলী (১২)। 

প্রত্যক্ষদর্শী ও স্থানীয়রা জানান, পাবনা-ঈশ্বরদী সড়কের নাজিরপুর শহীদ নজরুল ইসলাম হাবু উচ্চ বিদ্যালয়ের সামনে গতকাল মঙ্গলবার সন্ধ্যা সাতটার দিকে কৃষক আজমত সড়ক পারাপার হচ্ছিলেন। এ সময় পাবনার দিক থেকে ঈশ্বরদী অভিমুখী দ্রুত গতির একটি মোটরসাইকেল তাকে ধাক্কা দিলে তিনি গুরুতর আহত হন। স্থানীয়দের সহায়তায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে রাত নয়টার দিকে তাঁর মৃত্যু হয়। 

অপরদিকে, রাত আটটার দিকে সুজানগর থেকে সিএনজি চালিত অটোরিকশায় চড়াডাঙ্গা যাওয়ার পথে তারাবাড়িয়া বাজার এলাকায় পৌঁছালে একটি ট্রাক অটোরিকশাকে ধাক্কা দিলে তিনজন যাত্রী আহত হয়। তাদের উদ্ধার করে পাবনা জেনারেল হাসপাতালে নিয়ে গেলে রাত দশটার দিকে কর্তব্যরত চিকিৎসক শিশু ফরমানকে মৃত ঘোষণা করেন। 

পাবনা সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমি শুনেছি। তবে উভয় পরিবারের কেউ আমাদের থানায় কোন অভিযোগ দেয়নি। মরদেহ নিহতদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। অভিযোগ দিলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।’     

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর