পাবনার আতাইকুলায় যাত্রীবাহী বাস উল্টে দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১৫ জন। আজ বৃহস্পতিবার দুপুর সাড়ে ১২টার দিকে পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার মধুপুর নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
আহত যাত্রীদের অভিযোগ, বাস চালানোর সময় চালক মোবাইলে কথা বলায় এ দুর্ঘটনা ঘটেছে। এ দুর্ঘটনায় নিহতরা হলেন পাবনার সুজানগরের সুলতানা খাতুন (২৭) ও আতাইকুলার মোর্শেদা বেগম (৭০)।
বাসের আহত যাত্রীদের বরাত দিয়ে অতিরিক্ত পুলিশ সুপার আরও জানান, বাস চালানোর সময় চালক মোবাইল ফোনে কথা বলছিলেন। যাত্রীরা নিষেধ করলেও শোনেননি তিনি। এ কারণে এ দুর্ঘটনা ঘটেছে।