হোম > সারা দেশ > পাবনা

পাবনায় জিয়াকে স্বাধীনতার ঘোষক বলায় মুক্তিযোদ্ধাদের হট্টগোল

পাবনা প্রতিনিধি

পাবনা শিল্পকলা একাডেমিতে মুক্তিযোদ্ধাদের অনুষ্ঠানে হট্টগোল। ছবি: আজকের পত্রিকা

পাবনায় বীর মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানে বিএনপি নেতার বক্তব্যে সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে স্বাধীনতার ঘোষক বলায় ‘ভুয়া ভুয়া’ স্লোগান দেয় মুক্তিযোদ্ধাদের একটি অংশ। এ সময় অনুষ্ঠানে চরম হট্টগোলের সৃষ্টি হয়।

আজ বুধবার পাবনা জেলা শিল্পকলা একাডেমিতে এ ঘটনা ঘটে। স্বাধীনতা দিবস উপলক্ষে জেলা প্রশাসন মুক্তিযোদ্ধাদের সম্মাননা অনুষ্ঠানটির আয়োজন করে।

প্রত্যক্ষদর্শী ও সংশ্লিষ্টদের সঙ্গে কথা বলে জানা গেছে, অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে বক্তব্য দেন জেলা বিএনপির সদস্যসচিব অ্যাডভোকেট মাকসুদুর রহমান মাসুদ খন্দকার। শুরুতেই তিনি সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে মহান স্বাধীনতার ঘোষক বলেন।

এ সময় মুক্তিযোদ্ধাদের একটি অংশ প্রতিবাদ করে এবং ভুয়া ভুয়া স্লোগান দিতে থাকে। একপর্যায়ে বক্তব্য শেষ না করে নেমে যান মাসুদ খন্দকার। তখন অনুষ্ঠানে চরম হট্টগোল দেখা দেয়।

ওই সময় অনুষ্ঠানে জেলা প্রশাসক মোহাম্মদ মফিজুল ইসলাম, পুলিশ সুপার মোরতোজা আলী খানসহ বিভিন্ন রাজনৈতিক ব্যক্তি ও প্রশাসনিক কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এ বিষয়ে বিএনপির নেতা মাকসুদুর রহমান মাসুদ খন্দকার বলেন, ‘ওখানে মুক্তিযোদ্ধাদের সংবর্ধনার একটি অনুষ্ঠান চলছিল। এ সময় পতিত সরকারের কিছু দোসর ও অনুপ্রবেশকারী ঢুকে পড়েছিল। ঢুকে তারা প্রোগ্রামটা নষ্ট করার ষড়যন্ত্র করছিল। পরে সাধারণ মুক্তিযোদ্ধাদের হস্তক্ষেপে তাদের ষড়যন্ত্র নস্যাৎ হয়ে যায় এবং প্রোগ্রাম সুন্দরভাবে শেষ হয়।’

পাবনা জেলা প্রশাসক বলেন, ‘আমি এ বিষয়ে ক্লিয়ারভাবে বলতে পারছি না। তবে বিএনপির কোনো একজন নেতা বক্তব্য দিচ্ছিলেন, এ সময় তাঁর বক্তব্যের একটা অংশে কয়েকজন লোক তাঁকে বলেন যে আপনি এই বক্তব্য দিতে পারেন না। পরে অনুষ্ঠান স্বাভাবিকভাবে শেষ হয়েছে।’

শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষায় বাধা, ইট দিয়ে শিক্ষকের মাথা ফাটালেন যুবদল নেতা

নৈশপ্রহরীদের বেঁধে ৫ জুয়েলারিতে ডাকাতি, ৫০ ভরি সোনার গয়না লুট

চাটমোহরে যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি গ্রেপ্তার

ছিনতাই ও হত্যাচেষ্টার মামলায় চাটমোহর মহিলা দলের দুই নেত্রী গ্রেপ্তার

৮ কুকুরছানা হত্যা: মায়ের সঙ্গে কারাগারে দুই বছরের শিশু

৮ কুকুরছানা হত্যা: গ্রেপ্তার সরকারি কর্মকর্তার স্ত্রী নিশি কারাগারে

আট কুকুরছানা হত্যায় মামলা: সরকারি কর্মকর্তার স্ত্রী গ্রেপ্তার

৮ কুকুরছানা হত্যায় সরকারি কর্মকর্তাকে বাসা ছাড়তে বাধ্য করল প্রশাসন, মামলার প্রস্তুতি

ঈশ্বরদীতে অস্ত্র উঁচিয়ে গুলি করা সেই যুবক আটক, পিস্তল-গুলি জব্দ

অস্ত্র হাতে যুবক জামায়াত কর্মী তুষার, দাবি পুলিশের