হোম > সারা দেশ > পাবনা

পাবনায় সাঈদীর গায়েবানা জানাজা

পাবনা প্রতিনিধি

মানবতাবিরোধী অপরাধের মামলায় আমৃত্যু কারাদণ্ডপ্রাপ্ত জামায়াতে ইসলামীর নায়েবে আমির ও সাবেক এমপি মাওলানা দেলাওয়ার হোসাইন সাঈদীর গায়েবানা জানাজা হয়েছে। আজ মঙ্গলবার বেলা সোয়া ২টার দিকে পাবনার লস্করপুরে দারুল আমান ট্রাস্ট ক্যাম্পাস মাঠে এই জানাজা হয়।

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার অধ্যাপক মাওলানা আব্দুস শাকুর জানাজায় ইমামতি করেন। সঞ্চালনা করেন পাবনা জেলা জামায়াতের সেক্রেটারি প্রিন্সিপাল ইকবাল হোসাইন।

এর আগে দুপুর থেকে দলে দলে নেতা-কর্মীরা দারুল আমান ট্রাস্টের মাঠে আসতে থাকেন। কানায় কানায় পরিপূর্ণ হয়ে ওঠে ক্যাম্পাস প্রাঙ্গণ। কান্নায় ভেঙে পড়ে আবেগাপ্লুত হয়ে ওঠেন মুসল্লিরা।

জানাজার আগে সংক্ষিপ্ত বক্তব্য দেন পাবনা জেলা জামায়াতের আমির অধ্যাপক আবু তালেব মণ্ডল, পাবনা সদর জামায়াতের আমির আব্দুর রব, ঈশ্বরদী উপজেলা জামায়াতের আমির যোবায়ের আহমেদ, শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি রেজাউল করিম, পাবনা পৌর জামায়াতের আমির রকিব উদ্দিন প্রমুখ।

এদিকে আজ মঙ্গলবার বেলা দেড়টায় পিরোজপুরের সাঈদী ফাউন্ডেশন এলাকায় জানাজা শেষে সেখানেই পারিবারিক কবরে সাঈদীর লাশ দাফন করা হয়। ওই নামাজে ইমামতি করেন জামায়াতের কেন্দ্রীয় ভারপ্রাপ্ত আমির অধ্যাপক মুজিবুর রহমান।

প্রসঙ্গত, গত রোববার বিকেলে বুকে ব্যথাজনিত সমস্যার কারণে দেলাওয়ার হোসাইন সাঈদীকে গাজীপুরের কাশিমপুর কারাগার থেকে প্রথমে গাজীপুর শহীদ তাজউদ্দীন আহমদ মেডিকেল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে রাত ১০টা ৪০ মিনিটে বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ে (বিএসএমএমইউ) ভর্তি করা হয় সাঈদীকে। সেখানে চিকিৎসাধীন অবস্থায় পরদিন গতকাল সোমবার রাত ৮টা ৪০ মিনিটে তাঁর মৃত্যু হয়।

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর