হোম > সারা দেশ > পাবনা

পাবনায় বিদেশি রিভলবার গুলিসহ গ্রেপ্তার ৫ 

পাবনা প্রতিনিধি

পাবনায় বিদেশি রিভলবার–গুলিসহ ৫ যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল রোববার রাতে শহরের দক্ষিণ রামচন্দ্রপুরের বাংলাবাজার এলাকা থেকে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, গুলিসহ বেশকিছু ধারালো অস্ত্র জব্দ করা হয়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী এ তথ্য নিশ্চিত করেছেন। 

আটকেরা হলেন–পাবনা পৌর এলাকার দিলালপুর কফিলউদ্দিন পাড়ার আফনান আহমেদ আবির (২০), শালগাড়িয়া শাপলা প্লাস্টিক গলির ইসতিয়াক জামান নূর (২০), দক্ষিণ রামচন্দ্রপুর পলিথিন রোডের মিজানুর রহমান নাঈম (২০), একই এলাকার আবু হুরায়রা জনি (২০) এবং শান্তিনগর এলাকার রাফসান আবির (২৪)। 

সদর থানার ওসি রওশন আলী আজকের পত্রিকাকে বলেন, ‘গোপন সংবাদের ভিত্তিতে বাংলাবাজার পলিথিন মোড় এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়েছে। তাদের কাছ থেকে একটি বিদেশি রিভলবার, দুই রাউন্ড গুলি, হাত কুড়াল, দুইটা টিপ চাকু জব্দ করা হয়।’ 

তিনি আরও বলেন, ‘গ্রেপ্তারদের মধ্যে অধিকাংশ একাধিক মামলার আসামি। তারা শহরে প্রায় সময়ই বিভিন্ন অপরাধ কর্মকাণ্ড সংঘটিত করে থাকে। এ ঘটনায় মামলা দায়েরের পর আদালতের মাধ্যমে তাদের কারাগারে পাঠানো হবে।’

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১