হোম > সারা দেশ > পাবনা

সুজানগরের ১০ ইউনিয়নে নৌকার মনোনয়ন পেলেন যারা

পাবনা প্রতিনিধি

আগামী ১১ নভেম্বর দ্বিতীয় দফার ইউপি নির্বাচনে পাবনার সুজানগরের ১০টি ইউনিয়ন পরিষদের ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে। নির্বাচন ঘিরে দলীয় প্রার্থী চূড়ান্ত করে মনোনয়ন দিয়েছে আওয়ামী লীগ। আজ বৃহস্পতিবার কেন্দ্রীয় আওয়ামী লীগের মনোনয়ন বোর্ডের সভা শেষে নৌকা মনোনীত প্রার্থীদের তালিকা প্রকাশ করা হয়।

কেন্দ্রীয় আওয়ামী লীগের দপ্তর সম্পাদক ব্যারিস্টার বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত ওই তালিকা অনুযায়ী সুজানগরের ১০টি ইউনিয়নে যারা মনোনয়ন পেয়েছেন তাঁরা হলেন- ভায়না ইউনিয়নে আমিন উদ্দিন, সাতবাড়িয়া ইউনিয়নে এস এম সামছুল আলম, মানিকহাট ইউনিয়নে শফিউল ইসলাম, হাটখালী ইউনিয়নে আব্দুর রউফ, নাজিরগঞ্জ ইউনিয়নে আব্দুস সাত্তার প্রামাণিক, সাগরকান্দি ইউনিয়নে শাহীন চৌধুরী, রানীনগর ইউনিয়নে তৌফিকুল আলম পীযূষ, আহম্মদ ইউনিয়নে কামাল হোসেন মিয়া, দুলাই ইউনিয়নে সিরাজুল ইসলাম শাহজাহান এবং তাঁতীবন্দ ইউনিয়নে আব্দুল মতিন মৃধা।

এ বিষয়ে সুজানগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ফাতেমা খাতুন বলেন, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী দ্বিতীয় ধাপের ইউপি নির্বাচনের মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ তারিখ আগামী ১৭ অক্টোবর। এ ছাড়া মনোনয়নপত্র বাছাই ২০ অক্টোবর ও বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল দায়ের করা যাবে ২১ থেকে ২৩ অক্টোবর পর্যন্ত। আর আপিল নিষ্পত্তি ২৪ ও ২৫ অক্টোবর। একই সঙ্গে প্রার্থিতা প্রত্যাহার ২৬ অক্টোবর। প্রতীক বরাদ্দ ২৭ অক্টোবর।

নির্বাচন কর্মকর্তা আরও বলেন, ওই ১০টি ইউনিয়নে ভোটগ্রহণ হবে ১১ নভেম্বর। সারা দেশে এ দফায় ৮৪৮ ইউনিয়ন পরিষদে নির্বাচন অনুষ্ঠিত হবে। 

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১