হোম > সারা দেশ > পাবনা

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে মা-ছেলে

পাবনা প্রতিনিধি

চলতি বছরের এসএসসি পরীক্ষায় একসঙ্গে অংশ নিয়ে পাস করেছে মা-ছেলে। মা মঞ্জুয়ারা খাতুন পেয়েছেন জিপিএ-৪.৮৯ এবং ছেলে মেহেদী হাসান পেয়েছে জিপিএ-৪.৯৩। 

মা-ছেলে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। মেহেদীর বাবার নাম আব্দুর রহিম। 

জানা গেছে, মা মঞ্জুয়ারা খাতুন কারিগরি বোর্ডের অধীনে সিরাজগঞ্জের তাড়াশ শামীমা জাফর মৎস্য ইনস্টিটিউট এবং ছেলে মেহেদী ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ বিএম কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। 

এ বিষয়ে মঞ্জুয়ারা খাতুন বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল পড়াশোনা করার। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। এরই মধ্যে দুই বছর আগে খানমরিচ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম। সেখান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলাম।’ 

মঞ্জুয়ারা খাতুন আরও বলেন, ‘পড়াশোনা করতে আমার স্বামীও বেশ সহযোগিতা করেছেন। আমার স্বামী অটো ভ্যান চালিয়ে আমাদের সংসার ও লেখাপড়ার খরচ জুগিয়েছেন। তাঁর অনুপ্রেরণা আর আমার ইচ্ছাশক্তিতেই এ ফলাফল করেছি। এখন উচ্চতর শিক্ষা গ্রহণের আশা আরও বেড়ে গেছে। তাই সুযোগ পেলে আরও পড়াশোনা করতে চাই।’ 

মায়ের সঙ্গে পরীক্ষা দিয়ে পাস করায় উচ্ছ্বসিত ছেলে মেহেদী হাসান। তিনি বলে, ‘আমরা অনেক কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে গেছি। আমার মা সংসার সামলিয়ে পরীক্ষা দিয়েছেন এবং ভালো ফলাফল নিয়ে পাসও করেছেন। এ জন্য আমি অত্যন্ত খুশি।’ 

মেহেদীর বাবার আব্দুর রহিম জানান, স্ত্রী-ছেলে একসঙ্গে এসএসসি পাস করায় ভীষণ খুশি তিনি। পাসের খবর পেয়েই সবাইকে মিষ্টি খাইয়েছেন। ছেলের সঙ্গে তাঁর স্ত্রীও পড়াশোনা চালিয়ে যাবে বলে ইচ্ছা প্রকাশ করেছেন আব্দুর রহিম। 

উল্লেখ্য, গত সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১

চাটমোহরে স্বাস্থ্য কমপ্লেক্সে দায়িত্বরত নার্সকে ছুরিকাঘাতের অভিযোগ স্বামীর বিরুদ্ধে

কথা পরিষ্কার—নিরীহ মানুষকে গ্রেপ্তার করা যাবে না: হাবিব

দেশের সর্বনিম্ন তাপমাত্রায় কাঁপছে ঈশ্বরদী

পাবনার সাঁথিয়া: উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগার