হোম > সারা দেশ > পাবনা

একসঙ্গে এসএসসি পরীক্ষা দিয়ে পাস করেছে মা-ছেলে

পাবনা প্রতিনিধি

চলতি বছরের এসএসসি পরীক্ষায় একসঙ্গে অংশ নিয়ে পাস করেছে মা-ছেলে। মা মঞ্জুয়ারা খাতুন পেয়েছেন জিপিএ-৪.৮৯ এবং ছেলে মেহেদী হাসান পেয়েছে জিপিএ-৪.৯৩। 

মা-ছেলে ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ ইউনিয়নের সুলতানপুর গ্রামের বাসিন্দা। মেহেদীর বাবার নাম আব্দুর রহিম। 

জানা গেছে, মা মঞ্জুয়ারা খাতুন কারিগরি বোর্ডের অধীনে সিরাজগঞ্জের তাড়াশ শামীমা জাফর মৎস্য ইনস্টিটিউট এবং ছেলে মেহেদী ভাঙ্গুড়া উপজেলার খানমরিচ বিএম কলেজ থেকে এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল। 

এ বিষয়ে মঞ্জুয়ারা খাতুন বলেন, ‘আমার খুব ইচ্ছে ছিল পড়াশোনা করার। কিন্তু নানা কারণে তা হয়ে ওঠেনি। এরই মধ্যে দুই বছর আগে খানমরিচ টেকনিক্যাল অ্যান্ড বিজনেস ম্যানেজমেন্ট ইনস্টিটিউটে ভর্তি হয়েছিলাম। সেখান থেকে এবার এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিলাম।’ 

মঞ্জুয়ারা খাতুন আরও বলেন, ‘পড়াশোনা করতে আমার স্বামীও বেশ সহযোগিতা করেছেন। আমার স্বামী অটো ভ্যান চালিয়ে আমাদের সংসার ও লেখাপড়ার খরচ জুগিয়েছেন। তাঁর অনুপ্রেরণা আর আমার ইচ্ছাশক্তিতেই এ ফলাফল করেছি। এখন উচ্চতর শিক্ষা গ্রহণের আশা আরও বেড়ে গেছে। তাই সুযোগ পেলে আরও পড়াশোনা করতে চাই।’ 

মায়ের সঙ্গে পরীক্ষা দিয়ে পাস করায় উচ্ছ্বসিত ছেলে মেহেদী হাসান। তিনি বলে, ‘আমরা অনেক কষ্টের মাঝেও পড়াশোনা চালিয়ে গেছি। আমার মা সংসার সামলিয়ে পরীক্ষা দিয়েছেন এবং ভালো ফলাফল নিয়ে পাসও করেছেন। এ জন্য আমি অত্যন্ত খুশি।’ 

মেহেদীর বাবার আব্দুর রহিম জানান, স্ত্রী-ছেলে একসঙ্গে এসএসসি পাস করায় ভীষণ খুশি তিনি। পাসের খবর পেয়েই সবাইকে মিষ্টি খাইয়েছেন। ছেলের সঙ্গে তাঁর স্ত্রীও পড়াশোনা চালিয়ে যাবে বলে ইচ্ছা প্রকাশ করেছেন আব্দুর রহিম। 

উল্লেখ্য, গত সোমবার এসএসসি পরীক্ষার ফলাফল প্রকাশিত হয়েছে। 

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর

সংগীতশিল্পী ও আওয়ামী লীগ নেতা প্রলয় চাকী আটক

পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ক্লিন ক্যাম্পাস কর্মসূচি পালন

পাবিপ্রবি ও জাপানের ইয়ামানাশি বিশ্ববিদ্যালয়ের মধ্যে সমঝোতা স্মারক চুক্তি