হোম > সারা দেশ > পাবনা

চাল আত্মসাতের অভিযোগ থেকে ইউপি চেয়ারম্যানকে অব্যাহতির সুপারিশ

পাবনা প্রতিনিধি

ভিজিএফ এর চাল আত্মসাতের অভিযোগ প্রমাণিত না হওয়ায় পাবনার আতাইকুলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করেছেন দুদকের তদন্ত কর্মকর্তা। দুর্নীতি দমন কমিশনের (দুদক) প্রধান কার্যালয়ের কমিশনার (তদন্ত) মো. জহুরুল হক স্বাক্ষরিত এক পত্রে এ তথ্য জানা গেছে।

মামলা সূত্রে জানা গেছে, ২০১৯ সালের ১৫ আগস্ট পাবনা সদর উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা ফরহাদ মাজহার বাদী হয়ে ওই ইউপি চেয়ারম্যান খ. ম আতিয়ার হোসেনসহ মোট ৩ জনের নামে আতাইকুলা থানায় একটি জিডি করেন। জিডিতে ভিজিএফ কার্ডের ৩৮ বস্তায় ১ হাজার ৫২০ কেজি চাল আত্মসাতের অভিযোগ করা হয়। 

বিষয়টি দুর্নীতি দমন কমিশনভুক্ত অপরাধ হওয়ায় আতাইকুলা থানার তৎকালীন ওসি মনিরুজ্জামান আইনসম্মত মামলা রুজুর জন্য দুদকের পাবনা কার্যালয়ে আবেদন করেন। এরপর ওই বছরের ২৪ অক্টোবর দুর্নীতি দমন কমিশনের প্রধান কার্যালয়ের অনুমতিতে জেলা কার্যালয় ওই চেয়ারম্যান আতিয়ার হোসেনের বিরুদ্ধে মামলা রুজু করে। 

পাবনা জেলা কার্যালয়ের উপসহকারী পরিচালক মোস্তাফিজুর রহমান দীর্ঘ তদন্ত শেষে ওই চেয়ারম্যানের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ পাননি। এ জন্য তিনি ওই চেয়ারম্যানকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে সম্প্রতি আদালতে চূড়ান্ত প্রতিবেদন দাখিল করেছেন। 

তদন্তকারী কর্মকর্তা তার লিখিত প্রতিবেদনে বলেন, ২০১৯ সালে ঈদুল আজহা উপলক্ষে অসহায় গরিব দুঃখীদের জন্য ৩ হাজার ৯৬৫টি ভিজিএফ কার্ডের বিপরীতে জনপ্রতি ১৫ কেজি চাল প্রদানের জন্য মোট ৫৯.৪৭৫ মেট্রিক টন চাল বরাদ্দ পান। ঈদের আগে ৩ হাজার ৫২৫ ভিজিএফ কার্ডের চাল বিতরণ করা হলেও ৪৪০টি কার্ডের চাল বিতরণ সম্ভব হয়নি। ওই চাল ট্যাগ অফিসার, চেয়ারম্যান আতিয়ার ও ইউপি সচিব যৌথ স্বাক্ষর করে পরিষদ ভবনের গোডাউনে হেফাজত রাখেন। এ ছাড়াও ২২টি প্লাস্টিকের বস্তায় ৮৮ কেজি চাল জব্দ করা হয়। যা ভিজিএফের চালের চটের বস্তার সঙ্গে কোন মিল পাওয়া যায়নি। 

মোস্তাফিজুর রহমান বলেন, তদন্তে ইউপি চেয়ারম্যান আতিয়ার হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগের প্রমাণ মেলেনি। তাঁকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার সুপারিশ করে প্রতিবেদন দাখিল করা হয়েছে এবং মামলাটি নিষ্পত্তিও হয়ে গেছে। 

এ বিষয়ে চেয়ারম্যান আতিয়ার হোসেন বলেন, সম্পূর্ণ উদ্দেশ্যমূলক ও পরিকল্পিতভাবে আমার ভাবমূর্তি নষ্ট করার জন্য মিথ্যা অভিযোগ তুলে মামলা করা হয়েছিল। আমি আশা করি ন্যায় বিচার পাব। এলাকার সাধারণ মানুষও বুঝতে পারবে আমি গরিবের হক নষ্ট করিনি। 

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১