হোম > সারা দেশ > পাবনা

পাবনায় বাক্সের ভেতর থেকে নিখোঁজ শিশুর মরদেহ উদ্ধার, চাচাতো ভাই আটক

পাবনা প্রতিনিধি

নিখোঁজের একদিন পর পাবনার আতাইকুলায় সালমান নামের চার বছরের এক শিশুর মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার শিশুটি নিখোঁজ হওয়ার পর তার চাচাতো ভাই ফয়সাল হোসেনকে (২৩) আটক করে পুলিশ। তাঁর দেওয়া তথ্যের ভিত্তিতেই গতকাল মঙ্গলবার রাতে শিশুটির মরদেহ উদ্ধার করা হয়। সালমানকে শ্বাসরোধ করে হত্যার পর একটি বাক্সের মধ্যে লুকিয়ে রাখা হয়েছিল। আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।

শিশু সালমান পাবনা সদর উপজেলার আতাইকুলা থানার সাদুল্লাপুর ইউনিয়নের আলোকচর গ্রামের শিক্ষক হাশেম আলীর ছেলে। আটক ফয়সাল একই গ্রামের শাহাদত হোসেনের ছেলে। 

সালমানের বাবা হাশেম আলী বলেন, ‘সোমবার সকাল সাড়ে আটটার দিকে সালমান নিখোঁজ হয়। পরে একজন মোবাইল ফোনে আমাদের কাছে মুক্তিপণ হিসেবে ১০ লাখ টাকা দাবি করে। পরে বিষয়টি আতাইকুলা থানা-পুলিশকে জানানো হয়। আর আজ রাতে আমার শিশু ছেলেটার লাশ পাওয়া গেল। ওইটুকু ছেলেকে কীভাবে মারল!’

আতাইকুলা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঘটনাটি জানার পরই শিশুটির সন্ধানে কাজ শুরু করে পুলিশ। কললিস্ট ধরে শিশুটির চাচাতো ভাই ফয়সালকে সন্দেহভাজন হিসেবে সোমবার দুপুরে আটক করা হয়। জিজ্ঞাসাবাদের একপর্যায়ে শিশু সালমানকে অপহরণ ও হত্যার কথা স্বীকার করে সে। পরে তার দেওয়া তথ্য অনুযায়ী মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে ফয়সালের নিজ ঘরের একটি বাক্সের মধ্য থেকে শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। 

ওসি জানান, কেন কী কারণে এ হত্যাকাণ্ড তা তদন্ত করা হচ্ছে। এ ঘটনায় আতাইকুলা থানায় মামলার প্রস্তুতি চলছে।

দখল-দূষণে বিলীন আত্রাই: নদ ভরাট করে ক্লিনিক মার্কেট ভবন

শিক্ষার্থীদের সড়ক অবরোধ কর্মসূচিতে পুলিশের বাধা, পাল্টাপাল্টি ধাওয়ায় আহত ৩২

ঈশ্বরদীতে ৮ দফা দাবিতে শিক্ষার্থীদের ক্লাস বর্জন, সড়ক অবরোধ

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল রূপপুর প্রকল্পের দুই শ্রমিকের

পাবনা-৩: স্বতন্ত্র নির্বাচনের ঘোষণা বিএনপির কার্যনির্বাহী কমিটির সদস্য আনোয়ারুলের

সড়কে ঝরল খালা-ভাগনের প্রাণ

পাবনায় মাহফিলের পাশে দোকান বসানো নিয়ে বিরোধ, ছুরিকাঘাতে যুবক নিহত

ঈশ্বরদীতে বিএনপি নেতাকে গুলি করে হত্যা

চাটমোহরে সমতল জমিতে কমলা চাষে সম্ভাবনা, সফল কৃষক খয়বর

মুক্তিযোদ্ধাদের ‘জয় বাংলা’ স্লোগান, একজনের ছেলেকে মারধর