হোম > সারা দেশ > পাবনা

দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ট্রেনের সংঘর্ষ, ৩ ঘণ্টা পর যান চলাচল শুরু

পাবনা প্রতিনিধি

পাবনায় দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে ঈশ্বরদী থেকে ছেড়ে আসা ঢালারচরগামী আন্তনগর ‘ঢালারচর এক্সপ্রেস’ ট্রেনের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে ট্রেনের ইঞ্জিন বিকল হয়ে যায়। এ ঘটনায় পাবনা-ঢাকা মহাসড়কে প্রায় তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে। আজ বৃহস্পতিবার ভোর ৫টার দিকে পাবনা-রাজশাহী রেলরুটের পাবনা সদর উপজেলার মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কেউ হতাহত হয়নি। 

সকাল ৮টার দিকে দুর্ঘটনাস্থল থেকে ট্রেনটি সরিয়ে পাবনা স্টেশনে নেওয়া হলে যান চলাচল স্বাভাবিক হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় পরিবহন কর্মকর্তা (ডিটিও) আনোয়ার হোসেন এ তথ্য নিশ্চিত করেন। 

আনোয়ার হোসেন জানান, বৃহস্পতিবার ভোরে রডবোঝাই ট্রাক নিয়ন্ত্রণ হারিয়ে মহেন্দ্রপুর রেলক্রসিংয়ের আইল্যান্ড ভেঙে রেললাইনের পাশে দাঁড়িয়ে থাকে। এ সময় পাবনার ঈশ্বরদী রেলওয়ে স্টেশন থেকে ঢালারচরের উদ্দেশে ছেড়ে যাওয়া ঢালারচর এক্সপ্রেস নামের ট্রেনটি পাবনা স্টেশন পার হয়ে মহেন্দ্রপুর রেলক্রসিং মোড়ে পৌঁছালে দাঁড়িয়ে থাকা ট্রাকের সঙ্গে সংঘর্ষ হয়। খবর পেয়ে পাকশী বিভাগীয় রেলওয়ে কর্মকর্তারা ঘটনাস্থলে আসেন। তবে এ ঘটনায় কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। এ সময় পাবনা-ঢাকা মহাসড়কে অন্তত তিন ঘণ্টা যান চলাচল বন্ধ থাকে এবং দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। 

ঈশ্বরদী লোকোমোটিভ কারখানা থেকে উদ্ধারকারী একটি ইঞ্জিন বিকল হওয়া ইঞ্জিনটিকে সরানোর পর ঢালারচর এক্সপ্রেস ট্রেনটি দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে পাবনা স্টেশনে নেওয়া হয়। পরে যান চলাচল স্বাভাবিক হয়। 

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমিনুল ইসলাম বলেন, ‘খবর পেয়ে আমরা ঘটনাস্থলে যাই। ট্রেন ও ট্রাকের সংঘর্ষ হওয়ায় রাস্তার দুপাশে যানজট তৈরি হয়। যানজট নিরসনে পুলিশ কাজ করে। ট্রেনটি সরানোর পর যান চলাচল শুরু হয়।’ 

পশ্চিমাঞ্চল রেলওয়ের পাকশী বিভাগীয় রেলওয়ের ব্যবস্থাপক (ডিআরএম) শাহীদুল ইসলাম বলেন, ট্রেনটি দুর্ঘটনাস্থল থেকে সরিয়ে নেওয়া হয়েছে। বিকল্প ইঞ্জিন দিয়ে দ্রুত সময়ের মধ্যে ট্রেনটি চালানোর ব্যবস্থা করা হবে। 

পাবনায় অস্ত্র-গুলিসহ ‘কিলার জাহিদ’ গ্রেপ্তার

ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স: জাতীয় পুরস্কারপ্রাপ্ত হাসপাতালের দুরবস্থা

পাবনা বিএডিসি: এডির স্বেচ্ছাচারিতায় অচলাবস্থা

চাটমোহরে শিয়ালের মাংস বাজারে বিক্রির অভিযোগ

পাবনায় এবার বিষপ্রয়োগে ৩ কুকুর হত্যার অভিযোগ

পাবনায় গরুচোর সন্দেহে গণপিটুনিতে যুবকের মৃত্যুর অভিযোগ

পাবনার কারাগারে আওয়ামী লীগ নেতা ও সংগীতশিল্পী প্রলয় চাকির মৃত্যু

ঈশ্বরদীতে ভাড়া বাসা থেকে ছাত্রদল নেতার ঝুলন্ত মরদেহ উদ্ধার

নিরাপদ এলাকা গড়ব সবাইকে সঙ্গে নিয়ে

পাবনা-৫: ১৭ মামলার আসামি শিমুল, ইকবালের মাথায় ১