পাবনা: পাবনায় আগ্নেয়াস্ত্রসহ এক যুবককে গ্রেপ্তার করেছে র্যাব-১২ পাবনা ক্যাম্পের একটি দল। গতকাল বুধবার রাতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ওই ব্যক্তির নাম রাসেল হোসেন (২১)। তিনি পাবনার আতাইকুলা থানার মধুপুর গ্রামের রেজাউল করিমের ছেলে।
র্যাব-১২ পাবনা ক্যাম্পের ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার আমিনুল কবীর তরফদার জানান, গোপন সংবাদের ভিত্তিতে র্যাবের একটি দল বুধবার রাতে মধুপুর এলাকায় অভিযান চালায়। এ সময় দুটি পাইপগান ও দুটি মোবাইল ফোনসেটসহ রাসেলকে গ্রেপ্তার করা হয়।
র্যাবের দাবি, রাসেল দীর্ঘদিন ধরে অস্ত্র কেনাবেচাসহ নিজ হেফাজতে রেখে এলাকাসহ বিভিন্ন এলাকায় সন্ত্রাসমূলক কাজ করে আসছিলেন। এ ঘটনায় আতাইকুলা থানায় একটি মামলা করে তাঁকে আজ বৃহস্পতিবার আদালতের মাধ্যমে জেলহাজতে পাঠানো হয়েছে।