হোম > সারা দেশ > নোয়াখালী

হাতিয়ায় ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল জব্দ

হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি

নোয়াখালীর হাতিয়ায় অভিযান চালিয়ে ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল,৫টি বেহুন্দি ও ২০ কেজি জাটকা জব্দ করেছে নৌ-পুলিশ। আজ সোমবার সকালে জব্দ করা জাল উপজেলার চরঈশ্বর আজহার মেম্বারের ঘাটে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়। 

নৌ-পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে নিশ্চিত হয়ে অভিযান চালায় নৌ-পুলিশের একটি টিম। এ সময় উপজেলার নলচিরা ঘাটের উত্তর পাশে মেঘনা নদীতে পাতানো অবস্থায় ওই সব জাল পাওয়া যায়। নৌ-পুলিশের টহল দেওয়া ট্রলারটি দেখে জেলেরা পালিয়ে যায়। পরে নদী থেকে জাল তীরে এনে পরিমাপ করে দেখা যায় সেখানে ২ লাখ ৬৬ হাজার মিটার কারেন্ট জাল ছিল। এ সময় ৫টি বেহুন্দি জালও নদীতে পাতানো অবস্থায় পাওয়া যায়। 

পরে উপজেলা মৎস্য অফিসের প্রতিনিধি, ইউপি সদস্য, ঘাটের ইজারাদার প্রতিনিধি ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে ওই সব জাল পুড়িয়ে ধ্বংস করা হয়। একই সঙ্গে জব্দ করা জাটকা স্থানীয় দুস্থদের মাঝে বিতরণ করে দেওয়া হয়েছে। 

স্থানীয় জেলেরা জানান, জব্দ করা ওই সব জালের বাজার মূল্য প্রায় ৫০ লাখ টাকা। 

হাতিয়ার নলচিরা নৌ-পুলিশ ফাঁড়ির ইনচার্জ মো. নাসির উদ্দিন বলেন, জাটকা শিকার ও কারেন্ট জাল ব্যবহার বন্ধ করতে নদীতে আমাদের অভিযান চলমান রয়েছে। আমাদের দুইটি টিম প্রতিদিন সকালে ও বিকেলে ভিন্ন ভিন্নভাবে টহল দেয়। 

নোয়াখালীতে ৮ দফা দাবিতে কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের সড়ক অবরোধ

এনসিপির হান্নান মাসউদকে হত্যার হুমকি: যুবক গ্রেপ্তার

হাতিয়ায় এনসিপি নেতা হান্নান মাসউদকে হুমকির প্রতিবাদে বিক্ষোভ

হান্নান মাসউদের ৩ সমর্থককে কুপিয়ে জখম

সুবর্ণচরে নদীভাঙন: ২ বছরে ভিটেমাটি হারা চার হাজার পরিবার

নোয়াখালীতে ব্যানার, তোরণ ও বিলবোর্ড অপসারণ করছে প্রশাসন

হাসিনার গুলিকে যারা ভয় পায়নি, তারা আর কাউকে ভয় পাবে না: হান্নান মাসউদ

নোয়াখালীর হাতিয়া: চর দখলের মচ্ছব, গরু-মহিষের খাদ্যসংকট

হাতিয়ায় বিপুল খাদ্যদ্রব্যে ভরা বোটসহ ১২ পাচারকারী আটক

বিএনপি-জামায়াতসহ সব দলকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান